সোলো ট্রিপে গেলে কে এত ছবি তুলে দেন মধুমিতার?
Madhumita Sarkar: বেড়াতে যেতে খুবই ভালবাসেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। কিন্তু তিনি একাই ট্র্যাভেল করেন। তিনি সোলো ট্র্যাভেলার। তাঁর সেই যাত্রায় সঙ্গী থাকেন না কেউই? কিন্তু তবুও সেখানে প্রচুর ছবি তোলেন তিনি। কে তুলে দেন মধুমিতার ছবি?

মাঝেমধ্যেই বাক্স গুছিয়ে ট্রিপে বেরিয়ে পড়েন বাংলা ফিল্ম জগতের অভিনেত্রী মধুমিতা সরকার। কাজের ফাঁকে একটু অবকাশ পেলেই পাহাড়ের ঘুরে বেড়ান তিনি। মধুমিতা ট্র্যাভেল করতে ভালবাসেন। এবং সেই যাত্রায় তাঁর সঙ্গী হন তিনি নিজেই। অর্থাৎ, মধুমিতা একজন সোলো ট্রাভেলার। প্রচুর বেড়াতে যান তিনি। এবং সেখানে গিয়ে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
বারবারই মধুমিতাকে জিজ্ঞেস করা হয়েছে তাঁর সেই সোলো ট্র্যাভেলের ফটোগ্রাফার কে? এমন প্রশ্নের মুখোমুখি সোশ্যাল মিডিয়াতেই হয়েছেন মধুমিতা। কিছুদিন আগে একটি টকশোতেও তাঁকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। মধুমিতার উত্তর দেওয়ার ধরন দেখে বোঝাই যায় তিনি বিষয়টিতে বেশ বিরক্ত। হাত-পা নেড়ে তিনি বলেছেন, “আমি যখন বেড়াতে যাই, আমার সঙ্গে গাইড থাকেন। সেই গাইড আমাকে ছবি তুলে দিয়েছেন”।
সম্প্রতি শিবের ভক্ত হয়ে গিয়েছেন মধুমিতা। ইন্টারনেটে শিবের ব্যাপারে নানা কিছু পড়ে দেবাদিদেব মহাদেবের ভক্ত হয়েছেন মধুমিতা। সেই টকশোতেই সেই কথা জানিয়েছেন তিনি। বলেছেন, “আই লাভ শিবা। আই লাইক দ্য ওয়ে হি ইজ়”।
সাম্প্রতিককালের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সিরিয়ালে অভিনয় করে কেরিয়ার শুরু করেছিলেন। সেই সময় তিনি ছিলেন স্কুলের ছাত্রী। অভিনয় করতে-করতে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক হয়েছেন তিনি। বিয়ে করেছিলেন প্রেমিক সৌরভ চক্রবর্তীকে। কিন্তু সেই বিয়েটা টেকেনি। সমস্ত গ্লানি কাটিয়ে নিজের জীবনে এগিয়ে গিয়েছিলেন মধুমিতা। বেশ কিছু ওয়েব সিরিজ়ে কাজ করেছেন তিনি। এই মুহূর্তে টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে তাঁর পুরনো ধারাবাহিক ‘কুসুম দোলা’। জনপ্রিয় এই ধারাবাহিকে ইমনের চরিত্রে অভিনয় করেছিলেন মধুমিতা। অল্পদিনের মধ্যেই ইমন খুব কাছের হয়ে উঠেছিল দর্শকের। ধারাবাহিকের কিছু স্টিল ছবি শেয়ার করে, সেটি ফের দর্শকদের দেখার অনুরোধ জানিয়েছেন।





