‘ঘরের বায়োস্কোপ ২০২৪’-এর মঞ্চে ‘প্রথম থেকেই প্রথমে’ সম্মানে সম্মানিত করা হল কাকে?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 02, 2024 | 9:30 PM

Ghorer Bioscope: অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল দ্বিতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৪’। সিনেমার স্বীকৃতি তো দিকে দিকে, কিন্তু টেলিদুনিয়া? ওটিটি? যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের এবার বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস।

ঘরের বায়োস্কোপ ২০২৪-এর মঞ্চে প্রথম থেকেই প্রথমে সম্মানে সম্মানিত করা হল কাকে?

Follow Us

অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল দ্বিতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৪’। সিনেমার স্বীকৃতি তো দিকে দিকে, কিন্তু টেলিদুনিয়া? ওটিটি? যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের এবার বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট কলকাতার এক অডিটোরিয়ামে। কড়া টক্করে সামিল বিভিন্ন সিরিয়াল থেকে ওটিটি সিরিজ। দর্শকদের নজরে সেরা কে? সিনেবিশেষজ্ঞরাই বা এগিয়ে রাখছেন কাদের? রুদ্ধশ্বাস প্রতিযোগিতার ইতি। এবার ফলাফল ঘোষণার পালা। টিভি থেকে ওটিটি, কারা পাচ্ছেন ২০২৩-২৪-এর সেরা-সেরা পুরস্কার? টানা দু’মাসের নানা পরীক্ষা-নিরীক্ষায় উঠে এল বিজেতাদের নাম। জুরি থেকে শুরু করে ভোটিং, মনোনয়নে উঠে এসেছিল সেরা পাঁচ। এবার একে একে বিজেতা ঘোষণার পালা শুরু।

সেরাদের স্বীকৃতিতেই এই বিশেষ আয়োজন TV9 বাংলার। প্রথম বর্ষে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছিল অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায়কে। এবছরও ইন্ডাস্ট্রির বিশেষ মানুষের জন্য রয়েছে ‘প্রথম থেকেই প্রথমে’ পুরস্কার। ‘ঘরের বায়োস্কোপ ২০২৪’ অ্যাওয়ার্ডের দ্বিতীয় বর্ষে এমন এক জন বিশেষ মানুষকে বেছে নেওয়া হয়েছে যিনি দেশের প্রতিটি বাঙালিকে গর্বিত করেছেন। শহর কলকাতার মানুষ তিনি। কিন্তু তাঁর প্রভাব, প্রতিপত্তি কলকাতার গণ্ডি ছাড়িয়ে পার করেছে সাত সমুদ্র তেরো নদী। একাকালে মুম্বইয়ের সুপারস্টার ছিলেন তিনি। এখনও তাঁর সেই ক্যারিশ্মা অব্যাহত। ‘ঘরের বায়োস্কোপ ২০২৪’-এর মঞ্চে ‘প্রথম থেকেই প্রথমে’সম্মানে সম্মানিত করা হল কিংবদন্তি অভিনেতা বিশ্বজিত্‍ চট্টোপাধ্যায়কে।

রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।

Next Article