মাদক কাণ্ডের জেরে খবরের শিরোনামে উঠে এলো শক্তি কাপুর পুত্র সিদ্ধান্ত কাপুরের নাম। আবারও স্টারকিড-এর নামের সঙ্গে জড়িয়ে পড়ল মাদক নেশা।
১৯৮৪ সালে জন্ম। থিয়েটার ও ফিল্ম ইনস্টিটিউটে পড়ার পর কেরিয়ারের শুরুতে তিনি ডিস্ক জকি হিসেবেই আত্মপ্রকাশ করেন।
বলিউডে প্রথম পা রাখা সহ-পরিচালক হিসেবেই। একের পর এক ব্লকবাস্টার ছবিতে কাজ করেছেন তিনি। ভুল ভুলাইয়া, ভাগম ভাগ, চুপ চুপ কে, ঢোল-এর মত ছবির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
কেবল সহ-পরিচালনাই নয়, বরং তিনি অভিনয়ে হাতখড়ি করেছিলেন শুট আউট ওয়াদালা ছবি দিয়ে। এছাড়াও হাসিনা পারকর, হ্যালো চার্লির মত ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।
চেহরে ছবি-তেও দেখা গিয়েছে সিদ্ধান্তকে। এটাই এখনও পর্যন্ত তাঁর শেষ কাজ। মডেল এরিকার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের বিচ্ছেদ নিয়েও জল্পনা উঠেছিল তুঙ্গে।