AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘দাদাগিরি’ শো়য়ে নেই সৌরভ, পরিবর্তে কোন কোন নাম উঠে আসছে?

টিআরপি চার্টের প্রথমেই থাকে দাদাগিরি শো। কিন্তু এই শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সরে যাওয়ার ফলে দর্শকদের মনে প্রশ্ন উঠছে, তাহলে কি বন্ধ হয়ে যাবে এই শো?টলিপাড়ার অন্দরের খবর নতুন সঞ্চালককে নিয়ে ফিরে আসবে দাদাগিরি।

'দাদাগিরি' শো়য়ে নেই সৌরভ, পরিবর্তে কোন কোন নাম উঠে আসছে?
Follow Us:
| Edited By: | Updated on: May 22, 2025 | 7:49 PM

পাড়ায়-পাড়ায় ‘দাদাগিরি’ যেমন বন্ধ হওয়ার নয়, তেমনই ছোটপর্দার ‘দাদাগিরি’ শো মোটেও বন্ধ হচ্ছে না। কিছুদিন আগেই খবরের শিরোনামে এসেছিল বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়কে আর দেখা যাবে না দাদাগিরির মঞ্চে। দর্শকদের মন খারাপ হয়েছিল। সমাজ মাধ্যমে অনেকেই বলতে শুরু করেন তাহলে কি বন্ধ হয়ে যাচ্ছে ‘দাদাগিরি’! এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলে, টলিপাড়ার অন্দর মহল থেকে খবর পাওয়া যাচ্ছে, ‘দাদাগিরি ‘ এই ননফিকশন শো বন্ধ হচ্ছে না। বরং নতুন সঞ্চালকের খোঁজ চলছে, যিনি দাদাগিরির মঞ্চ আলো করে সঞ্চালনার দায়িত্ব নিতে পারবেন।

প্রসঙ্গত, ২০০৯ সালে শুরু হয়েছিল ‘দাদাগিরি’। মূলত এই ননফিকশন শো হল একটি কুইজ শো। শুরু থেকেই এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে মাঝে কোনও এক কারণে এই শো ছাড়েন সৌরভ। সেই দায়িত্বে আসেন, আর এক তারকা মিঠুন চক্রবর্তী। তবে পরবর্তী সময়ে আবার সঞ্চালকের আসনে ফিরে আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়। শুরুর দিন থেকেই এই শোয়ের জনপ্রিয়তা ছিল তুঙ্গে।

এই শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সরে যাওয়ার ফলে দর্শকদের মনে প্রশ্ন উঠছে, তাহলে কি বন্ধ হয়ে যাবে এই শো। টলিপাড়ার অন্দরের খবর নতুন সঞ্চালককে নিয়ে ফিরে আসবে ‘দাদাগিরি’। তবে সোশ্যাল মিডিয়ায় এখন জোর জল্পনা চলছে কে আসবে এই সঞ্চালকের আসনে? কান পারলে শোনা যাচ্ছে, ঐ জায়গাতে আবার ফিরে আসবেন মহাগুরু মিঠুন চক্রবর্তী নাকি বাংলার অন্য কোন সুপারস্টার? দেব, জিৎ , প্রসেনজিৎ নাকি যিশু সেনগুপ্ত, জল্পনা তুঙ্গে। কিছুদিনের অপেক্ষা। সূত্রের খবর অনুযায়ী আসতে চলেছে চমক। আর কিছুদিনের অপেক্ষা, তারপরই জানা যাবে বাংলার দর্শকদের উপর কে দাদাগিরি করবেন।