দুটো বিয়ে তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের? চেনেন তাঁর দুই ‘প্রাক্তন স্বামী’কে?
Rachana Banerjee: 'দিদি নম্বর ওয়ান' নন-ফিকশন শোয়ের সঞ্চালিকা এবং জনপ্রিয় অভিনেত্রী রচনার মুকুটে এ যেন মুকুটে নয়া পালক। ভোটে তিনি জয়ী হবেন কি না এখনই বলা কঠিন। তবে তিনি যে বছরের পর বছর হাজার-হাজার দর্শকের মন জয় করে নিয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। সেই রচনার নাকি দু'বার বিয়ে হয়েছিল। সেই দুই 'প্রাক্তন স্বামী'কে চেনেন?
২০২৪ সালটা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বছরই তিনি সক্রিয়ভাবে নাম লিখিয়েছেন রাজনীতির খাতায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে তৃণমূল রাজনৈতিক দলের হয়ে লড়বেন রচনা। হুগলির তৃণমূল প্রার্থী হিসেবে তাঁর নাম প্রস্তাবিত হয়েছে। তাঁর বিপক্ষে লড়বেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। লকেটও অভিনেত্রী। ১০ মার্চ দুপুরবেলা সেই খবর সকলের কাছেই পৌঁছে গিয়েছে। ‘দিদি নম্বর ওয়ান’ নন-ফিকশন শোয়ের সঞ্চালিকা এবং জনপ্রিয় অভিনেত্রী রচনার মুকুটে এ যেন মুকুটে নয়া পালক। ভোটে তিনি জয়ী হবেন কি না এখনই বলা কঠিন। তবে তিনি যে বছরের পর বছর হাজার-হাজার দর্শকের মন জয় করে নিয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।
রচনা একজন সফল অভিনেত্রী। তিনি একজন সফল সঞ্চালিকা। কিন্তু একটা বিষয় নিয়ে নিজেকে শূন্য নম্বর দিতেও পিছপা হননি অভিনেত্রী। সেখানেই যেন ফুটে উঠেছে তাঁর সততার পরিচয়। কর্মক্ষেত্রে অসম্ভব সফল একজন নারী হওয়ার পাশাপাশি রচনার ব্যক্তি জীবন ততটা সুখের নয়। এর জন্য রচনা বারবার নিজেকেই দায়ী করেছেন। রচনা কর্মজীবনকে গোছাতে পারলেও, সংসার জীবনটাকে ধরে রাখতে পারেননি। দু’বার নাকি বিয়ে করেও অসফল থেকেছেন অভিনেত্রী। কারা ছিলেন রচনার এই দুই ‘স্বামী’। চেনেন তাঁদের?
শোনা যায়, ২০০৪ সালে ওড়িশার বিখ্যাত অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্রকে বিয়ে করেছিলেন রচনা। উইকিপিডিয়াও বলছে সেই কথাই। সেই বিয়েটা নাকি টেকেনি। ভেঙে যায় অল্প সময়ের মধ্যেই। কিন্তু নিজেকে নাকি আরও একটা সুযোগ দিয়েছিলেন রচনা। ২০০৭ সালে নাকি তিনি বিয়ে করেছিলেন প্রবাল বসুকে। টানা ৯ বছর নাকি সংসার করেছিলেন প্রবাল এবং রচনা। তাঁদের এক সন্তানও রয়েছে। তবে ২০১৬ সাল থেকে আলাদা থাকছেন রচনা-প্রবাল। বর্তমানে পুত্রকে নিয়ে একাই থাকেন রচনা। দক্ষিণ কলকাতার বাইপাস সংলগ্ন এলাকার একটি বিলাসবহুল আবাসনের বহুমূল্যবান ফ্ল্যাটে থাকেন রচনা। পুত্রকে ঘিরেই তাঁর দুনিয়া।
একবার শাশ্বত চট্টোপাধ্যায়কে তাঁর টকশো ‘অপুর সংসার’-এ এসে রচনা বলেছিলেন, “আমি স্ত্রী এবং মা হিসেবে নিজেকে শূন্য নম্বর দেব। আমি ভাল স্ত্রী এবং ভাল মা হতে পারিনি।”