Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ঘরের বায়োস্কোপ ২০২৪’অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা পরিচালকের পুরস্কার পেলেন কারা?

Ghorer Bioscope 2024: অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল দ্বিতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৪’। সিনেমার স্বীকৃতি তো দিকে দিকে, কিন্তু টেলিদুনিয়া? ওটিটি? যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের এবার বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস।

'ঘরের বায়োস্কোপ ২০২৪'অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা পরিচালকের পুরস্কার পেলেন কারা?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2024 | 9:00 PM

অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল দ্বিতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৪’। সিনেমার স্বীকৃতি তো দিকে দিকে, কিন্তু টেলিদুনিয়া? ওটিটি? যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের এবার বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট কলকাতার এক অডিটোরিয়ামে। কড়া টক্করে সামিল বিভিন্ন সিরিয়াল থেকে ওটিটি সিরিজ। দর্শকদের নজরে সেরা কে? সিনেবিশেষজ্ঞরাই বা এগিয়ে রাখছেন কাদের? রুদ্ধশ্বাস প্রতিযোগিতার ইতি। এবার ফলাফল ঘোষণার পালা। টিভি থেকে ওটিটি, কারা পাচ্ছেন ২০২৩-২৪-এর সেরা-সেরা পুরস্কার? টানা দু’মাসের নানা পরীক্ষা-নিরীক্ষায় উঠে এল বিজেতাদের নাম। জুরি থেকে শুরু করে ভোটিং, মনোনয়নে উঠে এসেছিল সেরা পাঁচ। এবার একে একে বিজেতা ঘোষণার পালা শুরু।

গত কয়েক বছরে টলিপাড়ায় গল্প বলার ধরন বদলেছে। পরিচালকেরা আর বেশি গুরুত্ব দিচ্ছেন ছবির চিত্রনাট্যকে। ফলে দর্শকের ছবির স্বাদও পরিবর্তন হয়েছে। একটু অন্য ধরনের ছবি দেখতে চাইছেন তাঁরা। তাই পরিচালকেরাও নিত্যনতুন গল্পকে কেন্দ্র করে ছবি তৈরি করছেন। সেই তালিকায় রয়েছেন টলিপাড়ার অনেক পরিচালকই। TV9 বাংলার ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডে সেরা ছবির পুরস্কার পাচ্ছেন কোন পরিচালক?তালিকায় রয়েছেন অনেকেই।

সেরা পরিচালক মনোনয়ন

অতনু ঘোষ- শেষ পাতা অভিজিত্‍ সেন- প্রজাপতি নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়- রক্তবীজ সৃজিত মুখোপাধ্যায়- দশম অবতার কৌশিক গঙ্গোপাধ্যায়- অর্ধাঙ্গিনী

পাঁচ পরিচালকের মধ্যে সেরা পরিচালকের পুরস্কার পেলেন সৃজিত মুখোপাধ্যায় ‘দশম অবতার’ ছবির জন্য। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পুরস্কৃত হয়েছেন ‘রক্তবীজ’ ছবির জন্য। রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।