Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কঙ্কনাকে কেন রামায়ণ-মহাভারত দেখতে মানা করেছিলেন অপর্ণা সেন?

Inside Story: কঙ্কনার জন্ম ১৯৭৯ সালে। তিনি যে সময় বড় হয়ে উঠছেন সে সময় টেলিভিশনের পর্দায় সবে আগমন ঘটেছে ‘রামায়ণ’ ও ‘মহাভারত’-এর। তা সত্ত্বেও কেন দেখতে নিষেধ ছিল তাঁর?

কঙ্কনাকে কেন রামায়ণ-মহাভারত দেখতে মানা করেছিলেন অপর্ণা সেন?
Follow Us:
| Updated on: Mar 18, 2025 | 3:31 PM

শুধু অভিনয়ই নয়, কঙ্কনা সেন শর্মা পরিচালনাতেও নিজের ছাপ রেখেছেন। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল অ্যান্থোলজি ‘লাস্ট স্টোরিজ ২’। সেখানেই তাঁর পরিচালিত গল্প ‘দ্য মিরর’-কেই সবথেকে বেশি ভোট দিয়েছিলেন দর্শক। মা অপর্ণা সেন নিজে অভিনেতা ও পরিচালক। সেবার মা’কে নিয়ে ছোটবেলার বেশ কিছু স্মৃতি শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন ছোট থেকেই একগুচ্ছ বিধিনিষেধের মধ্যে বড় হয়ে উঠেছেন তিনি। জানিয়েছেন, মূল ধারার হিন্দি ও বাংলা ছবি দেখার অধিকার ছিল না তাঁর। এখানেই শেষ নয়, কঙ্গনা একবার বলেছিলেন, রামায়ন ও মহাভারত দেখতেও দেননি মা। কেন? নেপথ্যে রয়েছে অপর্ণার নিজস্ব এক যুক্তি। কী সেটা? তাও জানিয়েছিলেন কঙ্কনা। কঙ্কনার জন্ম ১৯৭৯ সালে। তিনি যে সময় বড় হয়ে উঠছেন সে সময় টেলিভিশনের পর্দায় সবে আগমন ঘটেছে ‘রামায়ণ’ ও ‘মহাভারত’-এর। তা সত্ত্বেও কেন দেখতে নিষেধ ছিল তাঁর?

কঙ্কনার কথায়, “মা বলতে আমার আগে ওই দুই মহাকাব্য পড়া উচিৎ। উনি বলতেন, ওই দুই মহাকাব্যের সঙ্গে প্রথম পরিচিতি মোটেও অন্য কারও চিন্তাকে আঁকড়ে হওয়া উচিৎ নয়। নিজের কল্পনাশক্তি ব্যবহারের প্রয়োজন। ছোটবেলায় আমি যখন শুধুমাত্র ভারতীয় সাহিত্যে মনোনিবেশ করছিলাম তিনি আমায় থামিয়ে দেন। গোটা বিশ্বের সঙ্গে পরিচিত হওয়ার পরামর্শ দেন।” তবে এমন নয় যে মা জোর খাটিয়েছেন তাঁর উপর। ছোটবেলা থেকেই যে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বিস্তর স্বাধীনতা পেয়েছেন তিনি, সে কথা জানাতে ভোলেননি কঙ্কনা। প্রসঙ্গত, এই মুহূর্তে হাতে বেশি কিছু প্রজেক্ট রয়েছে তাঁর। নেটফ্লিক্সের হিন্দি অ্যাকশন ছবি ‘কুত্তে’তে দেখা যাবে তাঁকে। ছবিতে তাঁর বিপরীতে থাকবেন মনোজ বাজপেয়ী।