গওহর জান। বাংলা মঞ্চ ইতিহাসের এক বর্ণময় অধ্যায়। এক রঙিন চরিত্রের নাম। সেই গওহরের জীবন এ বার মঞ্চে। প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী তিনি। যাঁর গান গ্রামোফোন কোম্পানি রেকর্ড করে। শুধু গান নয়। অসম্ভব ভাল নাচতেন তিনি। গওহরের অভিজাত সৌন্দর্যে সে সময় মুগ্ধ হননি, এমন শিল্পের গুণগ্রাহী পাওয়া দুষ্কর। নাচে, গানে দেশের বিভিন্ন প্রান্তের সমাজপতিদের আদর, কুর্নিশ আদায় করে নিয়েছিলেন গওহর। আবার একই সঙ্গে তাঁর ব্যক্তিজীবনে ছিল না-পাওয়া। এই জীবনকেই মঞ্চে তুলে ধরছেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। পরিচালনার দায়িত্বে ছিলেন থিয়েটার পরিচালক অবন্তী চক্রবর্তী। ২০২১ সাল থেকে এই জার্নি শুরু করেন অর্পিতা। প্রথম প্রস্তাবে কোন বিশেষত্বের জন্যে এক বাক্যে রাজি হয়ে গিয়েছিলেন তিনি?
TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্পিতা এর আগে বলেছিলেন, “আমি যে-যে পারফর্মিং আর্টগুলো শিখেছি, জানি, সেগুলো একসঙ্গে দর্শকের সামনে তুলে ধরার সুযোগ আজ পর্যন্ত কখনও পাইনি। গান, নাচ এবং অভিনয়। এই তিনটে শৈলি—যেগুলো বহু বছর ধরে শিখেছি, জানি—একসঙ্গে দেখানোর সুযোগ আগে কখনও আসেনি। আমার এটা দুর্লভ সুযোগ মনে হয়েছিল যেখানে এই তিনটে একসঙ্গে দর্শককে দেখাতে পারব। সে কারণেই সঙ্গে সঙ্গে আমি ‘হ্যাঁ’ বলি।”
উল্লেখ্য, ‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী।
এই দফায় গ্লোবাল ট্যুরে কোথায় কোথায় অভিনীত হবে ‘মাই নেম ইজ জান’, দেখে নিন-
৬ ডিসেম্বর ২০২৪- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা
১৮ জানুয়ারি, ২০২৫- শ্রীরাম সেন্টার, দিল্লি
২৪ জানুয়ারি ২০২৫– হায়দরাবাদ
৯ ফেব্রুয়ারি ২০২৫- কলামন্দির, কলকাতা
২৩ ফেব্রুয়ারি ২০২৫- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা