ইমরানের জন্যই বড় পর্দার নায়ক হয়েছিলেন আদিত্য! ঠিক কী ঘটেছিল ১১ বছর আগে?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 30, 2024 | 7:38 PM

Bollywood: তাঁকে অনেক দিন হল বড় পর্দায় দেখেননি দর্শক। এক সময় হিট নায়ক ছিলেন তিনি। কথা হচ্ছে অভিনেতা ইমরান হাশমির। এক সময়ে নায়কের সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে বিস্তর আলোচনা হত। এখন আর তাঁকে সে ভাবে পর্দায় দেখা যায় না। সম্প্রতি নায়কের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে নায়ক শোনান ২০১৩ সালের অন্যতম হিট ছবিটি ফিরিয়ে দিয়েছিলেন তিনি। বুঝতে পারছেন কোন ছবির কথা বলা হচ্ছে?

ইমরানের জন্যই বড় পর্দার নায়ক হয়েছিলেন আদিত্য! ঠিক কী ঘটেছিল ১১ বছর আগে?

Follow Us

তাঁকে অনেক দিন হল বড় পর্দায় দেখেননি দর্শক। এক সময় হিট নায়ক ছিলেন তিনি। কথা হচ্ছে অভিনেতা ইমরান হাশমির। এক সময়ে নায়কের সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে বিস্তর আলোচনা হত। এখন আর তাঁকে সে ভাবে পর্দায় দেখা যায় না। সম্প্রতি নায়কের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে নায়ক শোনান ২০১৩ সালের অন্যতম হিট ছবিটি ফিরিয়ে দিয়েছিলেন তিনি। বুঝতে পারছেন কোন ছবির কথা বলা হচ্ছে? ২০১৩ সালে পরিচালক মোহিত সুরি তৈরি করেছিলেন ‘আশিকি ২’ ছবিটি। যে ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুরকে। প্রথমবার বড় পর্দায় এই জুটিকে দেখেছিলেন দর্শক। কিন্তু জানেন কি মোহিত প্রথমে এই ছবিতে অভিনয়ের জন্য বলেছিলেন ইমরানকে।

সে কথাই এক সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছিলেন নায়ক। তিনি বলেন,”মোহিত যখন আমায় আশিকি ২ ছবিটির চিত্রনাট্য শোনায়, তখনই আমি বলেছিলাম এই চরিত্রের জন্য আমি সঠিক অভিনেতা নই। যদিও ভাট সাহেব (মহেশ ভাট) এবং মোহিত দুজনেই খুব চেষ্টা করেছিলেন আমায় রাজি করানোর। তবে আমার মনে হয়েছিল আশিকি এমন একটা ছবি যেখানে নতুন মুখ দেখতেই বেশি পছন্দ করবেন দর্শক। কারণ,প্রথম ‘আশিকি’র-এ টিআরপি এটাই ছিল। এমন অভিনেতা যার সম্পর্কে আগে থেকে কোনও ধারণা ছিল না দর্শকের। তাই না করে দিয়েছিলাম।” ইমরানের ভক্তরা অনেকেই মন্তব্য করেছেন যে ‘ইমরানের জন্য নায়ক হতে পেরেছিলেন আদিত্য!’

উল্লেখ্য, পরিচালক মোহিতের সঙ্গে বহু দিনের বন্ধুত্ব ইমরানের। তাঁরা একসঙ্গে একগুচ্ছ ছবি করেও ফেলেছেন। ‘রাজ’.’আওয়ারাপন’,’মার্ডার ২’-সহ একগুচ্ছ ছবি তাঁদের ঝুলিতে। মোহিতের স্ত্রীয়ের সঙ্গেও অভিনয় করেছেন নায়ক। তবে মাঝে অভিনেতার ছেলে খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই ছেলেকে সুস্থ করে তোলার জন্য এবং পরিবারকে সময় দেওয়ার জন্য সিনেমা থেকে বেশ কিছু দূরে ছিলেন নায়ক। যদিও শোনা যাচ্ছে তাঁর ছেলে এখন অনেকটাই সুস্থ। ইমরানকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় সবাই।

Next Article
জলদিই বিয়ে! জানেন কৃতির থেকে তাঁর ‘প্রেমিক’ ঠিক কত বছরের ছোট?
অবশেষে ‘ঘরে’ ফিরলেন যিশু! হাসিমুখের ছবি দেখে স্বস্তি ভক্তদের