
বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক আর তাঁর স্ত্রী, অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের খুনসুটি সব সময়েই দেখার মতো হয়। সম্প্রতি ‘মৃগয়া’ ছবির একটা পার্টিতে এসেছিলেন দম্পতি। শ্রীময়ীকে প্রশ্ন করা হয়, ”কেমন আছেন?” শ্রীময়ী বলেন, এমনিতে তিনি ভালো আছেন। কিন্তু হাতের আঙুলে চোট পেয়েছেন। মজা করে শ্রীময়ী বলেন, কাঞ্চন নাকি ঠিক করে তাঁর যত্ন করছেন না। তাই শুনে কাঞ্চন বলেন, ”এখন যা হবে, সব আমার দোষ।” এরপর অবশ্য কাঞ্চন বলেন, সত্যিই শ্রীময়ী হাতে চোট পেয়েছেন। হাতের উপর গাড়ির দরজা বন্ধ হয়ে গিয়ে এমন বিপদ ঘটেছে। এখন চিকিত্সা চলছে।
পার্টিতে কাঞ্চন আর শ্রীময়ী দারুণ মজা করছিলেন। ‘মৃগয়া’ ছবিতে আইটেম ডান্স করেছেন নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়। এদিন সুস্মিতার সঙ্গে পার্টিতে পৌঁছে গিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তবে তাঁকে সৃজিতের সঙ্গে নাচতে দেখা যায়নি। বরং কাঞ্চন যেমন পার্টিতে রাজেশ খান্নার ডান্স স্টেপ করে নেচেছেন, তেমনই সুস্মিতার সঙ্গেও নাচতে দেখা গেল তাঁকে। মিডিয়া অবশ্য কাঞ্চন-শ্রীময়ী জুটিকেই নাচতে বলে।
শ্রীময়ী তখন মজা করে বলেন, ”দেবদার সঙ্গেও আমি নাচতে পারতাম, ‘রিমঝিম এ ধারাতে’ গানে।” সেদিন শহরে বৃষ্টি হচ্ছিল। তাই এই গানে শেষ পর্যন্ত অল্প নাচেন দম্পতি। একই দিনে শহরে একটা ছবির প্রিমিয়ারেও পৌঁছেছিলেন শ্রীময়ী আর কাঞ্চন। ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁদের পারিবারিক বন্ধু। এদিন ঋতুপর্ণা বলেন, খুব তাড়াতাড়ি তাঁর কোনও ছবিতে শ্রীময়ীকেও দেখা যাবে। কাঞ্চন জানান, তিনিও ঋতুপর্ণার সঙ্গে কাজ করতে চান।