জগদীপ ধনখড়ের সঙ্গে রুক্মিণী মৈত্রর হঠাত্ সাক্ষাত্! বিষয়টা কী?
'বিনোদিনী-একটি নটীর উপাখ্যান' ছবির ৭৫ দিন সম্পূর্ণ হল। সম্প্রতি দিল্লিতে উপরাষ্ট্রপতি ভবনের থেকে আমন্ত্রণ পেয়ে এই ছবিটি ধনখড়কে দেখিয়েছেন নায়িকা। তিনি ইনস্টাগ্রামে খোলসা করেছেন...

ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে ছবি তুললেন নায়িকা রুক্মিণী মৈত্র। সোমবার ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করেছেন রুক্মিণী। সেখানে দেখা যাচ্ছে, স্ত্রীর পাশে দাঁড়িয়ে জগদীপ হাসিমুখে ছবি তুলেছেন রুক্মিণীর সঙ্গে। ‘বিনোদিনী-একটি নটীর উপাখ্যান’ ছবির ৭৫ দিন সম্পূর্ণ হল। সম্প্রতি দিল্লিতে উপরাষ্ট্রপতি ভবনের থেকে আমন্ত্রণ পেয়ে এই ছবিটি ধনখড়কে দেখিয়েছেন নায়িকা। তিনি ইনস্টাগ্রামে খোলসা করেছেন, ”এটা আমার জন্য একটা মনে রাখার মতো দিন। আমি ওঁকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না, আমাদের ছবিটাকে ওঁর মতো করে ভালবাসা দেওয়ার জন্য। ছবিটা নিয়ে ওঁর বক্তব্যের জন্য।বিনোদিনী দাসীর মতো একজন লেজেন্ডের যে সম্মান প্রাপ্য, সেটা দেওয়ার জন্য। সন্ধেটা আরও বিশেষ মনে হচ্ছিল সুদেশ ম্যামের উপস্থিতির জন্য। ওঁর থেকে পাওয়া ভালোবাসা সঙ্গে নিয়ে আমি বাড়ি ফিরেছি।”
প্রতিটা দিন যেভাবে আসছে এই ছবি ঘিরে, সেটা যে রুক্মিণীর কাছে আশীর্বাদের তূল্য, তা নায়িকা ব্যক্ত করেছেন এই সোশ্য়াল মিডিয়া পোস্টে। লক্ষণীয়, বাংলায় নারীকেন্দ্রিক ছবির সংখ্যা তুলনায় কম। তবে ‘অর্ধাঙ্গিনী’-র মতো কিছু ছবি বক্স অফিসে দারুণ ফল করেছিল। সেই ছবির প্রধান মুখ ছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায় আর জয়া আহসান। এই সপ্তাহে শর্মিলা ঠাকুর আর ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘পুরাতন’-কেও নারীকেন্দ্রিক ছবি বলা যায়। অনন্যা চট্টোপাধ্যায়কে প্রধান মুখ করে ‘অন্নপূর্ণা’ ছবিটা মুক্তি পাবে আগামী সপ্তাহে। এই বছর যেসব ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে নারীকেন্দ্রিক ছবির বিচারে জাতীয় স্তরের মাল্টিপ্লেক্সে ‘বিনোদিনী’ ব্যবসায় এগিয়ে রয়েছে।





