হিরণ-হৃতিকার প্রেম জেনেও, কেন বিয়ে ভাঙেননি অনিন্দিতা? অবশেষে মুখ খুললেন

হিরণ-হৃতিকার প্রেমপর্বের আঁচ পাওয়া যাচ্ছে এক বছরের বেশি সময় ধরে। সব কিছু দেখেও কেন বিয়ে ভেঙে দেননি অনিন্দিতা? TV9 বাংলার এই প্রশ্নের উত্তরে অনিন্দিতা বললেন, ''আমার আর্থিক দিকের বিষয়টা নিয়ে ভয় ছিল। আমি নিজের সেরকম রোজগার করতাম না। এই বিষয়টা আমি পুলিশের কাছে অভিযোগ করার সময়েও উল্লেখ করেছি। আমি আর্থিকভাবে হিরণের উপর নির্ভরশীল।

হিরণ-হৃতিকার প্রেম জেনেও, কেন বিয়ে ভাঙেননি অনিন্দিতা? অবশেষে মুখ খুললেন

| Edited By: Bhaswati Ghosh

Jan 22, 2026 | 1:32 PM

হিরণ চট্টোপাধ্যায় আর হৃতিকা গিরির বিয়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এরপর হৃতিকা এসে খোলসা করেছেন, হিরণের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে তাঁর। এরপরই হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা, আনন্দপুর থানায় গিয়ে এফআইআর করেন হিরণের বিরুদ্ধে। সেখানে অনিন্দিতার সঙ্গে উপস্থিত ছিল হিরণ-অনিন্দিতার মেয়ে।

কিন্তু হিরণ-হৃতিকার প্রেমপর্বের আঁচ পাওয়া যাচ্ছে এক বছরের বেশি সময় ধরে। সব কিছু দেখেও কেন বিয়ে ভেঙে দেননি অনিন্দিতা? TV9 বাংলার এই প্রশ্নের উত্তরে অনিন্দিতা বললেন, ”আমার আর্থিক দিকের বিষয়টা নিয়ে ভয় ছিল। আমি নিজের সেরকম রোজগার করতাম না। এই বিষয়টা আমি পুলিশের কাছে অভিযোগ করার সময়েও উল্লেখ করেছি। আমি আর্থিকভাবে হিরণের উপর নির্ভরশীল। এটা বুঝলাম, টাকা দিয়েই সবটা করা যায়! এই বাচ্চা মেয়েটাও যে হিরণের পিছনে ঘুরছে, আজকে ভিয়েতনাম যাচ্ছে, কাল ব্যাংকক যাচ্ছে, ও তো এই জীবনযাত্রার কথা ভাবতেই পারে না! খুব সাধারণ বাড়ির মেয়ে। ওঁর বাবা হয়তো পাঁচ হাজার টাকা উপার্জন করেন। আর আমি একটা সংসার করতে শুরু করেছিলাম। আমার মেয়ে আছে। ওঁর ভবিষ্যতের কথা আমাকে ভাবতেই হবে। আমি চেয়েছি, মেয়েকে যেন সব কিছু গুছিয়ে দিতে পারি। আমি শুনেছি মেয়েটা হিরণের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চেয়েছে। সব কিছু সে নিয়ে চলে যাবে, তা হয় না। আমার মেয়ের দিকটা আমাকে দেখতেই হবে।”

অনিন্দিতা যোগ করেন, ”হিরণ-হৃতিকার এই বিষয়টা নিয়ে যখন আমাদের উপর মানসিক নির্যাতন মাত্রাছাড়া হয়ে যাচ্ছিল, আমি তখন হিরণের সঙ্গে দেখা করে কথা বলতে চেয়েছিলাম। ও লিখেছে, ‘কিছুটা সময় দাও।’ ওঁর দেখা করার সময় হলো না, কিন্তু তারপর কী হলো, সেটা তো দেখতেই পেলাম।”