Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিয়ে? মিঠুনের নামে কী অভিযোগ তোলেন তাঁর প্রথম স্ত্রী

প্রাথমিকভাবে নাকি এই সম্পর্কে রাজি ছিলেন না হেলেনা। পরবর্তীতে তাঁকেই ভালবেসে বিয়ে করেছিলেন মিঠুন। তবে সেই সংসার বেশিদিনের জন্য স্থায়ী হয়নি। মাত্র চার মাসের মাথায় ভেঙে গিয়েছিল তাঁদের বৈবাহিক সম্পর্ক।

মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিয়ে? মিঠুনের নামে কী অভিযোগ তোলেন তাঁর প্রথম স্ত্রী
Follow Us:
| Edited By: | Updated on: Apr 02, 2025 | 12:59 PM

মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রীকে চেনেন? ডাক সাইটে সুন্দরী প্রয়াত বলিউড অভিনেত্রী হেলেনা লুক। ১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের বিপরীতে ‘মর্দ’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তখন সিনেপাড়ায় মিঠুন চক্রবর্তীর রাজ। একের পর এক ছবি তাঁর সুপারহিট। সেই সময়ই মন দিয়েছিলেন হেলেনাকে। প্রাথমিকভাবে নাকি এই সম্পর্কে রাজি ছিলেন না হেলেনা। পরবর্তীতে তাঁকেই ভালবেসে বিয়ে করেছিলেন মিঠুন। তবে সেই সংসার বেশিদিনের জন্য স্থায়ী হয়নি। মাত্র চার মাসের মাথায় ভেঙে গিয়েছিল তাঁদের বৈবাহিক জীবন।

প্রেম কোনওদিনই তাঁদের মাঝে সেভাবে জায়গা করতে পারেনি বলেই একদা দাবি করেছিলেন হেলেনা। বিয়ের কিছুদিনের মধ্যেই তাই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই বিয়ে প্রসঙ্গে একবার এক সাক্ষাৎকারে হেলেনা লুক বলেছিলেন, “এটা যদি না ঘটত, তবে ভাল হতো। ও আমায় বুঝিয়েছিল, যাতে আমি বিশ্বাস করি, ওই সেই মানুষ, যাঁর সঙ্গে সংসার করা যায়। দুর্ভাগ্যবশত ও সফল হয়ে যায়।”

পাশাপাশি তিনি এই বলেছিলেন, “আমি কোনওদিন ওর কাছে ফিরব না। ও সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেলেও না। আমি কখনও খোরপোশ দাবি করিনি। এটা আমার কাছে দুঃস্বপ্নের মতো। সেটা কেটে গিয়েছে।” এখানেই শেষ নয়, হেলেনা যে এই সম্পর্কে সুখে ছিলেন না তাও স্পষ্ট করে দিয়েছিলেন আরও এক সাক্ষাৎকারে। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেছিলেন মিঠুন? হেলেনার কথায়, “ও আমার বাবাকে কথা দিয়েছিল, আমায় পৃথিবীর নবম আশ্চর্যের মতো আগলে রাখবে, পরবর্তীতে আমি বুঝেছিলাম যে, ও নিজেকে ছাড়া আর কাউকেই ভালবাসে না।”