ধর্মেন্দ্রর শেষ ছবি দেখেননি হেমা মালিনী, অসহায় অভিনেত্রী মুখ খুললেন

সম্প্রতি মথুরায় অনুষ্ঠিত একটি ক্রীড়া অনুষ্ঠানের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, পদক বিতরণের সময় হেমা মালিনী হাসছেন না। এই কারণে বিজেপি সাংসদ হেমা মালিনীকে নিয়ে সমালোচনা শুরু হয়। এবার এই সমালোচকদের উপযুক্ত জবাব দিলেন হেমা মালিনী।

ধর্মেন্দ্রর শেষ ছবি দেখেননি হেমা মালিনী, অসহায় অভিনেত্রী মুখ খুললেন

| Edited By: Bhaswati Ghosh

Jan 15, 2026 | 4:25 PM

সম্প্রতি মথুরায় অনুষ্ঠিত একটি ক্রীড়া অনুষ্ঠানের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, পদক বিতরণের সময় হেমা মালিনী হাসছেন না। এই কারণে বিজেপি সাংসদ হেমা মালিনীকে নিয়ে সমালোচনা শুরু হয়। এবার এই সমালোচকদের উপযুক্ত জবাব দিলেন হেমা মালিনী।

বৃহস্পতিবার মুম্বইয়ে চলমান বিএমসি নির্বাচনে ভোট দিতে বের হন হেমা। ভোট দেওয়ার পর তাঁকে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। ফটোগ্রাফারদের সামনে পোজ দেওয়ার সময় হেমা বলেন, “আমি হাসছি, ঠিক আছে? এখন আর অভিযোগ করবেন না যে আমি হাসি না,”—এই মন্তব্যের মাধ্যমে তিনি তাঁকে নিয়ে ট্রোলের জবাব দেন।

১২ জানুয়ারি বিজেপি সাংসদ হেমা মালিনী একটি এমপি স্পোর্টস প্রতিযোগিতায় পদক বিতরণ করেন। পরে সেই অনুষ্ঠানের একটি ক্লিপ অনলাইনে ভাইরাল হয়, যেখানে দেখা যায় তিনি অংশগ্রহণকারীদের হাতে পদক তুলে দিচ্ছেন নিরপেক্ষ মুখভঙ্গিতে—বিজয়ীদের অভিনন্দন জানানো বা করমর্দন করা ছাড়াই। অনুষ্ঠানে তাঁর উষ্ণতার অভাব রয়েছে বলে মনে করেন অনেক ইন্টারনেট ব্যবহারকারী।

২০২৫ সাল হেমা মালিনী ও তাঁর পরিবারের জন্য এক মর্মান্তিক পরিণতি নিয়ে আসে। ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে ধর্মেন্দ্রর মৃত্যু হয়। তাঁর স্মৃতিতে হেমা একাধিক প্রার্থনা সভার আয়োজন করেন। তিনি মুম্বইয়ে নিজের বাড়িতে একটি পৃথক প্রার্থনা সভা করেন, যা সানি দেওল ও ববি দেওলের আয়োজিত প্রার্থনা সভার থেকে আলাদা ছিল। পরে দিল্লি ও মথুরাতেও তিনি প্রার্থনা সভার আয়োজন করেন।

হেমা মালিনী আরও জানান, তিনি ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিস’ এখনও দেখেননি, যা ১ জানুয়ারি মুক্তি পেয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ছবিটি মুক্তি পাওয়ার সময় আমি মথুরায় ছিলাম। এখানে আমার কাজ আছে। আর এখন আমি ছবিটি দেখতে পারব না—খুবই আবেগপ্রবণ হয়ে পড়তে পারি। আমার মেয়েরাও একই কথা বলছে। হয়তো পরে দেখব, যখন ক্ষতগুলো একটু শুকোবে।”