AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রত্নার ভীষণ রাগ! কোন অভিমানে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে মুখ ফিরিয়েছেন স্বর্ণযুগের অভিনেত্রী?

Ratna Ghosal: মাসখানেক আগেও অভিনেত্রী রত্না ঘোষালকে দেখা গিয়েছিল সিরিয়ালে। কিন্তু এখন কোথাও দেখা যাচ্ছে না তাঁকে। কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী? কেন তাঁকে পাওয়া যাচ্ছে না কোনও সিনেমা-সিরিয়ালে? এর কারণ, একগুচ্ছ অভিমান মনের মধ্যে পুষে রেখেছেন সিনিয়র অভিনেত্রী।

রত্নার ভীষণ রাগ! কোন অভিমানে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে মুখ ফিরিয়েছেন স্বর্ণযুগের অভিনেত্রী?
রত্না ঘোষাল।
| Updated on: Jul 19, 2024 | 11:08 AM
Share

স্বর্ণযুগের অভিনেত্রী তিনি। উত্তমকুমার, সুচিত্রা সেন, সুপ্রিয়া চৌধুরী, মাধবী মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তিদের সঙ্গে কাজ করেছেন। রত্না ঘোষালকে কাস্ট করা হয়েছে বহু বাংলা ছবিতে। স্বর্ণযুগ পরবর্তী সময়েও তিনি অভিনয় করেছেন বিভিন্ন বাণিজ্যিক বাংলা ছবিতে। পরবর্তী সময়ে তিনি ছুটিয়ে সিরিয়াল করেছেন। মাসখানেক আগেও তাঁকে দেখা গিয়েছিল সিরিয়ালে। কিন্তু এখন কোথাও দেখা যাচ্ছে না রত্না ঘোষালকে। কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী? কেন তাঁকে পাওয়া যাচ্ছে না কোনও সিনেমা-সিরিয়ালে? এর কারণ, একগুচ্ছ অভিমান মনের মধ্যে পুষে রেখেছেন সিনিয়র অভিনেত্রী।

‘আম অর্পিতা’ নামের এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রত্না সম্প্রতি জানিয়েছেন, তাঁর অভিনয় না করার কারণ। প্রচুর রাগ পুষে রেখেছেন অভিনেত্রী। সম্প্রতি টলিউড ইন্ডাস্ট্রির কাজের ধরন তাঁর একেবারেই পছন্দ হচ্ছে না। অভিনেত্রীর সাফ বক্তব্য, ইন্ডাস্ট্রিতে আন্তরিকতার বড্ড অভাব। যে পরিবেশে তিনি একসময় কাজ করেছেন, তা আর নেই বলেই দাবি রত্নার। অভিনেত্রীর বক্তব্য, “আমাদের কাছে ডিরেক্টর ছিল বড় ব্যাপার। তিনি ছিলেন ফ্লোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ছোটবেলা থেকে শিখেছি ফ্লোরে ঢুকে প্রথমে ডিরেক্টরকে ‘গুড মর্নিং’ বলতে হয়। তারপর টেকনিশিয়ানদের ‘গুড মর্নিং’ বলতে হয়। যখন আমি ফ্লোরে ঢুকে ডিরেক্টরকে সুপ্রভাত বলি, তিনি আমার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে চলে যান। এই ধরনের ব্যবহার কেন সহ্য করব!”

স্বর্ণযুগে পরিচালকের সহকারীরাই এসে বুঝিয়ে দিতেন সিন। পড়ে দিতেন সংলাপ। রিহার্স করে দৃশ্যের শুটিং করতেন রত্নারা। কিন্তু এখন আর সেরকম কিছুই হয় না। হাতে সংলাপের পাতা ধরিয়ে দেওয়া হয় মাত্র। দুঃখ করেছেন রত্না। বলেছেন, “আমরা কি গরু-ছাগল নাকি! অভিনয় কিন্তু সহজ জিনিস নয়। এর জন্য একটা অধ্যবসায় লাগে। প্রস্তুতি লাগে। চরিত্রকে বুঝতে লাগে। ফিল করতে হয়। এখনকার কাজের পরিবেশের সঙ্গে আমি কিছুতেই মানিয়ে নিতে পারি না। আমার কাজ করতেও ইচ্ছে করে না।”