এবার টলিউডেও হুমায়ুনের দল! শোয়েব যোগ দিলেন, কেন তৃণমূল ছাড়ছেন অভিনেতা?

বলিউডে যেমন কাজ করেছেন শোয়েব কবীর, তেমনই টলিউডে কাজ করেছেন। আবার রাজনীতির সঙ্গে তিনি জড়িয়েছেন বেশ কিছু বছর ধরেই। তৃণমূল কংগ্রেসের এই তরুণ মুখের শিকড় মুর্শিদাবাদে। তাঁকে সায়নী ঘোষের সহযোদ্ধা হিসাবে কাজ করতে দেখা গিয়েছে এত দিন।

এবার টলিউডেও হুমায়ুনের দল! শোয়েব যোগ দিলেন, কেন তৃণমূল ছাড়ছেন অভিনেতা?

| Edited By: Bhaswati Ghosh

Dec 24, 2025 | 1:26 PM

বলিউডে যেমন কাজ করেছেন শোয়েব কবীর, তেমনই টলিউডে কাজ করেছেন। আবার রাজনীতির সঙ্গে তিনি জড়িয়েছেন বেশ কিছু বছর ধরেই। তৃণমূল কংগ্রেসের এই তরুণ মুখের শিকড় মুর্শিদাবাদে। তাঁকে সায়নী ঘোষের সহযোদ্ধা হিসাবে কাজ করতে দেখা গিয়েছে এত দিন।

কিন্তু ছন্দপতন! সম্প্রতি হুমায়ুন কবীর তৈরি করেছেন জনতা উন্নয়ন পার্টি। সেই পার্টি ঘিরে যখন চর্চা তুঙ্গে, ঠিক তখন তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেন শোয়েব। নতুন দলে যোগ দিচ্ছেন অভিনেতা। কাজ করবেন রাজ্য মুখপাত্র হিসাবে। হঠাত্‍ কেন এমন সিদ্ধান্ত নিলেন? TV9 বাংলাকে শোয়েব জানালেন, ”তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম। তবে তৃণমূল কংগ্রেসের ঘরে ভাঙন চোখে পড়ার মতো। একজন ইয়ং পলিটিশিয়ান হিসাবে মনে হয়েছে, এই পরিস্থিতির বদল দরকার। সে কারণেই এমন পদক্ষেপ। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ দেখি, তা হলেই স্পষ্ট হবে, একটা সময়ে তিনি দল থেকে বেরিয়ে নতুন দল গড়েছিলেন। আমিও সেরকম তাগিদ অনুভব করেছি।”

লক্ষণীয়, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে কিছু তারকা প্রার্থীকে ভোটের ময়দানে দেখা যাবে, তা আঁচ করা যায়। শোয়েব খোলসা করলেন, তিনি কোন কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়বেন, তা স্পষ্ট নয়। তবে এটা একপ্রকার নিশ্চিত যে তাঁকে প্রার্থী হিসাবে জনতা উন্নয়ন পার্টির হয়ে ভোটে লড়তে দেখা যাবে। টলিপাড়ায় গেরুয়া শিবিরের হয়ে কে-কে প্রার্থী হবেন, তা যেমন নজরে থাকবে, তেমনই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়িয়ে শোয়েবের আগামী দিনের পথচলা কীরকম হয়, তা চর্চার বিষয় হবে।