
বলিউডকে নাড়িয়ে দিয়েছে শেফালি জারিওয়ালার হঠাত্ মৃত্যু। ৪২ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে প্রাণ গিয়েছে শেফালির। তাঁর স্বামী বা বন্ধুরা কেউই মেনে নিতে পারছেন না, শেফালির হঠাত্ চলে যাওয়া। শেফালির মৃত্যুর খবর আসার পর তাঁর স্বামী মিডিয়াকে অনুরোধ করেছিলেন রাস্তা ছেড়ে দিতে। তবে মুম্বইয়ের মিডিয়া শোনেনি সেই কথা। শেফালির মরদেহ ঘিরে তাঁর স্বামীর শেষ বিদায় জানানোর দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
এই ঘটনায় অত্যন্ত বিরক্ত হলেন অভিনেতা বরুণ ধাওয়ান। বরুণ সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ”আবারও একটা মৃত্যুর ঘটনা ভীষণই অসংবেদনশীলভাবে কভার করল মিডিয়া। আমি বুঝতে পারি না, কেন সব সময়ে কারও শোকের ছবি প্রকাশ্যে আনতে হবে! সবাই কতটা অস্বস্তিতে থাকে এমন একটা সময়ে। এটা কাকে কী লাভ দিচ্ছে আমি বুঝতে পারি না। মিডিয়ার বন্ধুদের অনুরোধ করছি এটা বুঝতে যে, কেউ চান না তিনি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময়ে এমন করে কভার করা হোক বিষয়টা।”
বরুণ ধাওয়ানের ইনস্টাগ্রাম পোস্টকে সমর্থন করেছেন এক বলিউডের অভিনেত্রী। তবে তিনি সমর্থনের সুরে কথা বলে, পরে পোস্ট ডিলিট করেন। সোশ্যাল মিডিয়াতে বরুণের মন্তব্যকে যেমন সমর্থন করেছেন অনেকে, তেমনই অনেকে বরুণের কথাকে গুরুত্ব দিতে নারাজ। একজন লিখেছেন, ”যে কোনও ঘটনাই মিডিয়া কভার করে। এখানে কোনও লাভ-ক্ষতির ব্যাপার নেই। শুধু আপনারা ছবির প্রচার করার জন্য মিডিয়াকে ব্যবহার করবেন, আর অন্য সময়ে মিডিয়া জনসমক্ষে কোনও কিছু আনবে না, সেটা কী করে সম্ভব?”