আলো লাগাতে গিয়ে পড়ে গেলেন সুদীপা, মারাত্মক চোট, এখন কেমন আছেন?

ক' দিন আগেই নতুন ছবির ঘোষণা করেছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। সেই ছবির লুক সেটে অগ্নিদেবের সঙ্গে দেখা গিয়েছে সুদীপা চট্টোপাধ্যায়কে। ছবির চিত্রনাট্যের কিছু কাজ আর সংলাপ লেখার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন সুদীপা। পাশাপাশি তাঁর ইউটিউব চ্যানেলের শুটিং তো থাকেই। কিন্তু হঠাত্‍ সব বন্ধ! 

আলো লাগাতে গিয়ে পড়ে গেলেন সুদীপা, মারাত্মক চোট, এখন কেমন আছেন?

| Edited By: Bhaswati Ghosh

Jan 21, 2026 | 5:09 PM

ক’ দিন আগেই নতুন ছবির ঘোষণা করেছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। সেই ছবির লুক সেটে অগ্নিদেবের সঙ্গে দেখা গিয়েছে সুদীপা চট্টোপাধ্যায়কে। ছবির চিত্রনাট্যের কিছু কাজ আর সংলাপ লেখার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন সুদীপা। পাশাপাশি তাঁর ইউটিউব চ্যানেলের শুটিং তো থাকেই। কিন্তু হঠাত্‍ সব বন্ধ! সুদীপার সঙ্গে কথা বলেই জানা গেল, এর মধ্য়ে মারাত্মক ঘটনা ঘটেছে। TV9 বাংলাকে সুদীপা জানালেন, ”গত বছর দুর্গাপুজোর সময়ে ঠাকুর বরণ করতে গিয়ে চোট লেগেছিল। তারপর দিওয়ালির সময়ে একটা মোড়ায় উঠে আলো লাগাতে গিয়ে আমি পড়ে যাই। আমার বয়স হয়েছে ৪৫। কিন্তু মন ২৮ বছর বয়সে রয়ে গিয়েছে! যিনি শুনছেন, তিনিই বলছেন, এমন করে আলো লাগাতে যাওয়ার কাণ্ড ঘটানোর দরকার কী! যাই হোক, মাঝে এমন অবস্থা হয়েছিল, লাঠি নিয়ে হাঁটতে হয়েছে। তারপর কিছুদিন বিছানা ছেড়ে উঠতে পারিনি। যে কারণে শুটিং করা বন্ধ।” ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন