কেন নামের পাশে পদবী ব্যবহার করেন না? জিৎ স্পষ্ট জানিয়ে দিলেন…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 30, 2024 | 2:43 PM

Jeet: এক অনুষ্ঠানে গিয়ে নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অভিনেতা। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়, কেন নিজের পদবী ব্যবহার করেন না তিনি। বেশ মজার একটি উত্তর দিয়েছেন জিৎ।

কেন নামের পাশে পদবী ব্যবহার করেন না? জিৎ স্পষ্ট জানিয়ে দিলেন...

Follow Us

জিৎ মদনানি, টলিপাড়ার সুপারস্টার। তবে কোথাও তাঁর এই পদবী লেখা থাকে না। কেন পদবী ব্যবহার করেন না সুপারস্টার জিৎ? এক সাক্ষাৎকারে তিনি খোলসা করেছিলেন কারণ। এক অনুষ্ঠানে গিয়ে নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অভিনেতা। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়, কেন নিজের পদবী ব্যবহার করেন না তিনি। বেশ মজার একটি উত্তর দিয়েছেন জিৎ।

কেন পদবী ব্যবহার করেন না, এই প্রশ্ন শুনেই জিৎ বলেছেন, “আমি মানুষের মন জয় করতে চাই, তাই আমার নাম কেবলই জিৎ।” তারপর তিনি বলেন, “স্কুলে আমার নাম জিতেন্দ্র মাদনানি। বাড়িতে সকলেই আমাকে জিতু-জিতু বলে ডাকত। সিনেমা করতে আসি যখন, আমার নাম হয়ে যায় জিৎ। আসলে জিৎ মানে তো জয় করা। মানুষের মন জয় করতে চেয়েছিলাম…”

জিৎ বাঙালি নন। তিনি অবাঙালি। অবাঙালি হয়েও তিনি বাংলা বিনোদন জগতে রয়ে গেলেন। বাণিজ্যিক ছবি তো বটেই, ‘কৃষ্ণকান্তের উইল’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি। প্রথম ছবির নাম ছিল ‘সাথী’। সেই ‘সাথী’ ব্লকবাস্টার হিট। যাত্রা শুরু জিতের। বাংলা বাণিজ্যিক ছবির এই নায়ক ধীরে-ধীরে হয়ে উঠলেন প্রযোজক। এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের প্রযোজিত ছবিতে অভিনয় করছেন জিৎ। লঞ্চ করেছেন বহু তারকাকে। নুসরত জাহানের মতো তারকাকেও লঞ্চ করেছিলেন তিনিই।

জিৎ সাধারণত ব্যক্তিজীবনকে গোপণে রাখতেই পছন্দ করেন। সিনেমার বাইরে বিশষ কোনও বিষয় নিয়ে কথা বলা পছন্দ নয় তাঁর। যদিও অনুরাগীদের প্রশ্ন খুব একটা ফেরান না। তাই এই প্রশ্নের উত্তরও দিলেন মন খুলে।

Next Article