যৌনদৃশ্যে আপত্তি! কেন ইমরানের সঙ্গে ছবিতে সাফ ‘না’ কোয়েলের?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 05, 2024 | 12:54 PM

Emraan-Koel: কি শুনে অবাক লাগছে তো? তবে এটাই সত্যি। কিন্তু সেই ছবির প্রস্তাব গ্রহণ করেননি কোয়েল মল্লিক। না, সম্প্রতিতে এই প্রস্তাব পাননি তিনি, বরং কেরিয়ারের শুরুর দিকে পেয়েছিলেন এই প্রস্তাব। কেন ফিরিয়ে ছিলেন তিনি? বিপরীতে ইমরান হাসমি বলেই কি এই সিদ্ধান্ত!

যৌনদৃশ্যে আপত্তি! কেন ইমরানের সঙ্গে ছবিতে সাফ না কোয়েলের?

Follow Us

টলিউড অভিনেতা-অভিনেত্রীরা বহুদিন ধরেই কম বেশি বলিউডে অভিনয় করে আসছেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যাটা বেড়েছে। প্রস্তাবও আসছে অভিনেতা-অভিনেত্রীদের কাছে ভুড়ি ভুড়ি, সেই তালিকাতে একটা সময় নাম ছিল অভিনেত্রী কোয়েল মল্লিকের। ইমরান হাসমির বিপরীতে অভিনয় করার কথা ছিল তাঁর। কি শুনে অবাক লাগছে তো? তবে এটাই সত্যি। কিন্তু সেই ছবির প্রস্তাব গ্রহণ করেননি কোয়েল মল্লিক। না, সম্প্রতিতে এই প্রস্তাব পাননি তিনি, বরং কেরিয়ারের শুরুর দিকে পেয়েছিলেন এই প্রস্তাব। কেন ফিরিয়ে ছিলেন তিনি? বিপরীতে ইমরান হাসমি বলেই কি এই সিদ্ধান্ত!

ইমরান হাসমি, বলিউডের হটস্টার। তিনি পর্দায় থাকা মানেই নানান দৃশ্যে উষ্ণ আবেদন, এমনই ইমেজ প্রাথমিকভাবে তৈরি করেছিলেন ইমরান। তবে একটা সময়ের পর ইমরান হাসমি নিজের সেই ইমেজ ঝেড়ে ফেলে সম্পূর্ণ অন্য ধারার ছবি করার চেষ্টা করেন। যদিও দর্শক মনে তাঁর সেই পুরোনো ইমেজই তরতাজা। সেই সময়ের হিট হওয়া অন্যতম এক ছবি হল গ্যাংস্টার। যেখানে তাঁর বিপরীতে বলিউডে ডেবিউ করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁর সেই বোল্ড লুক। তবে অনেকেই হয়তো জানেন না, সেই চরিত্রে অভিনয় করার কথা ছিল টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের। কোয়েলের কাছে প্রথম গিয়েছিল এই ছবির প্রস্তাব।

তবে ছবির প্রস্তাব পলকে ছেড়েছিলেন কোয়েল। সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি যৌনদৃশ্যে অভিনয় করতে সাবলীল নন। কোয়েল মল্লিক প্রথম থেকেই নিজের কাজের বিষয় সচেতন। তাই তিনি এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এরপরই পর্দায় প্রথম দেখা মেলে কঙ্গনা রানাওয়াতের। যাঁর লুক থেকে অভিনয় রাতারাতি সকলের মনে জায়গা করে নিয়েছিল। তিনি জিতে নিয়েছিলেন ফিল্ম ফেয়ার পুরস্কারও, সেরা ডেবিউ মহিলা চরিত্রের জন্য।

Next Article