‘ট্রফি ওয়াইফ’ হতে নারাজ! তাই বড় সিদ্ধান্ত মল্লিকা শেরাওয়াতের

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 24, 2024 | 10:54 PM

Mallika: বলিউডে ফের ঝড় তুলেছেন মল্লিকা শেরাওয়াত, তাঁর নতুন ছবি ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’র মধ্যে দিয়ে। ৪৮ বছর বয়সেও মল্লিকা তার চাহনি ও লাস্যময়ী চেহারায় মুগ্ধ করেন অনুরাগীদের। পর্দায় আসা মানেই, তিনি দর্শকের নজর কাটতে বাধ্য।

ট্রফি ওয়াইফ হতে নারাজ! তাই বড় সিদ্ধান্ত মল্লিকা শেরাওয়াতের

Follow Us

বলিউডে ফের ঝড় তুলেছেন মল্লিকা শেরাওয়াত, তাঁর নতুন ছবি ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’র মধ্যে দিয়ে। ৪৮ বছর বয়সেও মল্লিকা তার চাহনি ও লাস্যময়ী চেহারায় মুগ্ধ করেন অনুরাগীদের। পর্দায় আসা মানেই, তিনি দর্শকের নজর কাটতে বাধ্য।

তবে ব্যক্তিগত জীবনে বেশ কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি তিনি জানিয়েছেন, ফরাসি প্রেমিক সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে গিয়েছে এবং এখন তিনি একাই রয়েছেন। এক কথায় কারও সঙ্গে প্রেমের সম্পর্কে তিনি আর নেই।

একটি পডকাস্টে মল্লিকা জানিয়েছেন, অনেক পুরুষই তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তাঁদের উদ্দেশ্য ছিল তাঁকে ‘ট্রফি ওয়াইফ’ বানানো। অভিনেত্রীর কথায়, ‘অনেকে বলতেন, তাঁদের প্রচুর টাকা আছে, তাই আমার কোনও পরিশ্রম করার দরকার নেই।’ পডকাস্টে তিনি জানান, কোনওদিন সেই প্রলোভনে পা দেননি। বরং তিনি জানিয়েছেন, নিজের আত্মসম্মান এবং স্বাতন্ত্র্য বজায় রাখাই তাঁর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ।

মহিলাদের জন্য একটি বিশেষ বার্তাও দিয়েছেন মল্লিকা। তিনি বলেছেন, ‘কখনও নিজের সত্তাকে হারিয়ে ফেলবেন না, কারও জন্য নয়।’ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

অনেকেই হয়তো জানেন না, মল্লিকার আসল নাম রীমা লাম্বা। হরিয়ানার এক সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন। অভিনয়ে আসার আগে তাঁর বিয়ে হয়েছিল করণ সিং গিলের সঙ্গে, তবে ১৯৯৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। মল্লিকার ক্যারিয়ারে ‘মার্ডার’ ছবিটি তাঁকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিল। মাঝে হলিউডের বেশ কিছু প্রজেক্টে কাজ করলেও আশানুরূপ সফলতা পাননি।

Next Article