বিয়ের তারিখ পাকা, জানেন তারপরও কেন সম্পর্ক ভাঙে মমতা-মিঠুনের?

মুম্বইয়ে গিয়ে মিঠুনের নানা নায়িকার সঙ্গে সম্পর্কের কথা জানতে পেরেছিলেন অভিনেত্রী। তারপরেই বিয়ের তারিখ পাকা হওয়া সত্ত্বেও ভেঙে দেন বিয়ে। এটা কি সত্যি?

বিয়ের তারিখ পাকা, জানেন তারপরও কেন সম্পর্ক ভাঙে মমতা-মিঠুনের?

| Edited By: জয়িতা চন্দ্র

Jul 23, 2025 | 4:22 PM

১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন মমতা শঙ্কর। সেই বছরই একই সময় নিজের প্রথম বিয়ে করেছিলেন মিঠুন চক্রবর্তী। তবে মমতা শঙ্কর এবং মিঠুন এককালে বিস্তর আলোচনা হয়েছিল। ‘মৃগয়া’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের সম্পর্কের শুরু। যে সম্পর্ক গড়িয়েছিল বিয়ের কথাবার্তা পর্যন্ত। শোনা যায় তাঁদের বিয়ের তারিখ পর্যন্ত পাকা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ছাদনাতলা অবধি গড়ায়নি তাঁদের সম্পর্ক। তবে এখন পুরনো দিনের কথার প্রসঙ্গ উঠতেই অভিনেত্রী বললেন যা হয়েছে সব ভালর জন্যই হয়েছে। সম্প্রতি নিবেদিতা অনলাইনকে দেওয়া এক সাক্ষাত্‍কারে এ কথা বলেন মমতা শঙ্কর।

শোনা যায়, মুম্বইয়ে গিয়ে মিঠুনের নানা নায়িকার সঙ্গে সম্পর্কের কথা জানতে পেরেছিলেন অভিনেত্রী। তারপরেই বিয়ের তারিখ পাকা হওয়া সত্ত্বেও ভেঙে দেন বিয়ে। এটা কি সত্যি? তাঁকে প্রশ্ন করা হলে তিনি বললেন, “না না ব্যাপারটা একেবারেই সেটা নয়। এটা ঠিক সারিকা-সহ বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে মিঠুনের সম্পর্কের কথা শোনা যাচ্ছিল। আমি মুম্বইয়ে গিয়ে জানতেও পেরেছিলাম। কিন্তু পরে মিঠুন আমায় বলেছিল কাজের অনেক সময় অনেক কিছু করতে হয়। কিন্তু সে কারণে আমাদের বিয়ে ভাঙেনি।”

অভিনেত্রী যোগ করেন, “আমাদের যখন বিয়ের তারিখ পাকা হয় তখন ও (মিঠুন) ফাঁকা ছিল। সে ভাবে কাজ আসছিল না। কিন্তু তারপরেই হঠাত্‍ একের পর এক মুম্বইয়ে ওর কাজ আসা শুরু করে। তখন ও বলেছিল সেই মুহূর্তে বিয়ে করতে পারবে না। দু’বছর অপেক্ষা করে যেতে। যেটা আমার পক্ষে সম্ভব হয়নি।” খুবই রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা তাঁর। তাই কোনও ধরনের আলোচনা, গসিপ হোক তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সেটা চাননি অভিনেত্রী। তাই সিদ্ধান্ত নিয়েছিলেন। উল্লেখ্য, বর্তমানে এখন তাঁরা ভাল বন্ধু। শেষ মমতা শঙ্কর এবং মিঠুনকে দেখা গিয়েছিল ‘প্রজাপতি’ ছবিতে।