মাত্র ১৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা হন মৌসুমী, রাতারাতি পাল্টে যায় নায়িকার জীবন
Inside Story: হেমন্ত কুমারের পরিবার মৌসুমী চট্টোপাধ্যায়ের পরিবারের ঘনিষ্ঠ ছিল। তিনি প্রথম থেকেই স্থির করেছিলেন মৌসুমীকে নাতবৌ করবেন। তবে এত আগে বিয়ে স্থির হয়নি।

মৌসুমী চট্টোপাধ্যায়, সিনেদুনিয়ার জনপ্রিয় বালিকা বধূ। বাস্তবেও খুব দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ঠিক তিনি নন, তাঁর পরিবারের ইচ্ছেতেই এমনটা ঘটেছিল। হেমন্ত কুমারের পরিবার মৌসুমী চট্টোপাধ্যায়ের পরিবারের ঘনিষ্ঠ ছিল। তিনি প্রথম থেকেই স্থির করেছিলেন মৌসুমীকে নাতবৌ করবেন। তবে এত আগে বিয়ে স্থির হয়নি।
মৌসুমীর পরিবারের একগুরুজন ক্যানসারের শেষ পর্যায় ছিলেন। তিনিই হেমন্ত কুমারকে প্রশ্ন করেছিলেন, মৌসুমীর বিয়ে কী তিনি দেখে যেতে পারবেন না। উত্তরে হেমন্ত কুমার বলেছিলেন, নয় কেন? এরপরই মৌসুমী চট্ট্যোপাধ্যায়ের বিয়ের সানাই বাজে। তখন তাঁর বয়স মাত্র ১৫ বছর। তখন পরীক্ষা ছিল মৌসুমীর। তিনি স্থির করেন আর পড়বেন না। কারণ তখন তাঁর ঝুলিতে একের পর এক ছবি। মাত্র ১৭ বছর বয়সে মা হলেছিলেন মৌসুমী। তবে কীসের হতাশা? এক সাক্ষাৎকারে মৌসুমী বলেছিলেন, ‘একটা সময় আমায় হতাশা গ্রাস করে’।
মৌসুমীর কথায়, “সবকিছু আমি ভীষণ সহজে পেয়ে যাচ্ছিলাম। মীনা কুমারীর মতো মদ্যপান করে পড়ে থাকতে ইচ্ছে করত। মাত্র ১৭ বছরে সন্তান, পরিবার, নিজের মার্সিডিজ, গোল্ডেন জুবলি ছবি, সবটাই পাচ্ছিলাম।” এরপর তিনি খোলসা করে বলেন, ‘কেউ যদি এত সহজে সবটা পেয়ে যায়, তবে হতাশা তো গ্রাস করবেই। সেই খিদে, সেই আনন্দটাই তো থাকে না। ‘ মৌসুমী তখন যাতেই হাত দিচ্ছিলেন, তাতেই সোনা। একের পর এক ছবি ছিল তাঁর ঝুলিতে। চুটিয়ে কাজ করছিলেন তিনি। তাই পরীক্ষাটাও আর তাঁর দেওয়া হয়নি।





