‘ছোটকত্তা’ নীলের বিয়েতে ডাক পেলেন না ‘শ্যামা’, কী বললেন প্রশ্নের উত্তরে?

ক্য়ালকাটা বোটিং অ্য়ান্ড হোটেল রিসর্টস-এ সেই 'ছোটকত্তা' নিখিলের বিয়ের অনুষ্ঠানে যখন সাজো-সাজো রব, তখন এ দিক-ও দিক খুঁজেও দেখা মিলল না শ্য়ামার।

'ছোটকত্তা' নীলের বিয়েতে ডাক পেলেন না 'শ্যামা', কী বললেন প্রশ্নের উত্তরে?
'রিল', 'রিয়্যাল' জুটি
Follow Us:
| Updated on: Feb 08, 2021 | 7:57 PM

পর্দার নায়ককে তিনি ডাকেন ‘ছোটকত্তা’ বলে। ‘ছোটকত্তা’র নয়নের মণি তিনি। ক্য়ালকাটা বোটিং অ্য়ান্ড হোটেল রিসর্টস-এ সেই ‘ছোটকত্তা’ নিখিলের বিয়ের অনুষ্ঠানে যখন সাজো-সাজো রব, তখন এ দিক-ও দিক খুঁজেও দেখা মিলল না শ্য়ামার। খোঁজ নিয়ে জানা গেল, বৃহস্পতিবার নীল-তৃণার বিয়ের অনুষ্ঠানে ডাকই পাননি শ্য়ামা ওরফে তিয়াসা রায়। যে শ্য়ামা টেলিভিশন-ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে নীলের স্ত্রী, সেই তিনিই কেন ডাক পেলেন না নীল-তৃণার বিয়েতে? TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল শ্যামার সঙ্গে। শ্যামা ওরফে তিয়াসার কথায়, “আমরা তো বরপক্ষ।” যদিও ‘খড়কুটো’ ধারাবাহিকে গুনগুন ওরফে তৃণার স্বামী বাবিন অর্থাৎ কৌশিক রায় উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার নীল-তৃণার বিয়েতে আক্ষরিক অর্থেই বসেছিল চাঁদের হাট। খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় আশীর্বাদ করেন তৃণাকে। নীলের সঙ্গে যদিও তাঁর দেখা হয়নি। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে টেলিভিশন, সেলিব্রিটিদের সমারোহে লাল-সাদা থিমে সেজে ওঠা বাইপাসের ধারের ভেন্য়ু যেন টেক্কা দিচ্ছিল কোনও বলিউড ছবির শাদি-সেটকেও। এহেন সেটে কেন নেই রিল-লাইফ নীলের স্ত্রী শ্য়ামা? আমন্ত্রিতদের অনেকের মধ্যেও ঘুরঘুর করছিল এই অবধারিত প্রশ্ন: বিয়ের আসরে নীলের স্ত্রী শ্য়ামা কই?

নীল-তৃণার বিয়েতে উপস্থিত কৌশিক রায়

দেড় বছরেরও বেশি সময় ধরে আম-বাঙালির সান্ধ্য়-বিনোদনের অন্য়তম সঙ্গী শ্য়ামা-নিখিল জুটি। টিআরপি-র নিরিখে টেলি-পর্দার অন্যতম ‘হ্যাপেনিং কাপল’ এই নীল-তৃণা। সেই নিখিল (নীল)-এর জীবনের নতুন অধ্য়ায়ের সূচনালগ্নে কেন দেখা গেল না তাঁর রিল-জীবনের নায়িকাকে? সুতোর কাজ করা ডিজ়াইনার পাঞ্জাবি, লাল পেড়ে ধুতি আর টোপর পরে পর্দার ‘ছোটকত্তা’ নীল যখন বরবেশে প্রস্তুত বিয়ের জন্য, তখন সেখানে উপস্থিত নিখিলের জীবনের অন্যতম শত্রু মেজদা অর্থাৎ ভিভান এবং আদিত্য় ওরফে রাজীব। উপস্থিত ধারাবাহিকের প্রযোজক-পরিচালক সুশান্ত দাসও। একটু বেশি রাতে পরণে ব্লেজার চাপিয়ে হাসিমুখে চেনা কায়দায় ভেন্য়ুতে পৌঁছন ‘খড়কুটো’ সিরিয়ালে গুনগুন ওরফে তৃণার স্বামী বাবিন অর্থাৎ কৌশিক রায়। সোশ্য়াল মিডিয়ায় নীল-তৃণার বিয়ের যে সব ছবি ভাইরাল হয়েছে, তার অনেকগুলিতেই দেখা গিয়েছে বাবিনকে। তাহলে শ্যামা কেন নেই?

বিয়ের মন্ডপে তৃণা-নীল

ক্যামেরার সামনে যাঁকে ছাড়া নিখিলের এক মুহূর্তও চলে না, পর্দার পিছনে তাঁর সঙ্গে কোনও দূরত্ব তৈরি হয়েছে নাকি? TV9 বাংলার প্রশ্নের উত্তরে ফোনের ওপারে শ্যামা ওরফে তিয়াসার গলা অবশ্য় নিতান্ত নির্বিকার, শান্ত। তাঁকে আর নিখিলকে ঘিরে যে সব প্রশ্ন ভিড় করেছিল, বিষয়টাকে ততটাও গুরুত্ব দিয়ে দেখতে রাজি নন তিয়াসা। তাঁর উত্তর, “আমরা তো বরপক্ষ। তাই রিসেপশনের দিন যাওয়ার ইচ্ছে আছে। ভিভানদারা গিয়েছিল বরযাত্রী হয়ে।”

আরও পড়ুন:ঊষসীর প্রথম ছবি ‘ইস্কাবনের রানি’, সঙ্গে কাঞ্চন মল্লিক

তবে ইচ্ছে থাকলেও ১৪ ফেব্রুয়ারি রিসেপশনে তিনি যেতে পারবেন কি না, সে ব্য়াপারে এখনও নিশ্চিত নন তিয়াসা। তাঁর সংক্ষিপ্ত উত্তর, “আমার শো আছে।” শো-এর কারণে তিনি যদি রিসেপশনেও যেতে না-ও পারেন, তাতে অবশ্য় নীল-তিয়াসার সম্পর্কের রসায়ন অটুট থাকবে বলেই বিশ্বাস টেলি-ইন্ডাস্ট্রির।

আরও পড়ুন:সুদীপ্তার যোগাভ্যাসের রুটিনে একমুঠো ভালবাসা এনে দিল নীরা