AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘হ্যাঁ, আমি ডিভোর্সি’, স্বীকার করলেন শোলাঙ্কি, কেন ভাঙল বিয়ে? 

Solanki Roy Divorce: ২০১৮ সালে বিয়ে করেছিলেন স্কুলজীবনের বন্ধু শাক্যকে। সব কিছু ভালই চলছিল। আজও প্রাক্তন স্বামীকে নিয়ে কোনও কুমন্তব্য করতে চান না তিনি। তবু কেন ভেঙে গেল তাঁদের বিয়ে?

'হ্যাঁ, আমি ডিভোর্সি', স্বীকার করলেন শোলাঙ্কি, কেন ভাঙল বিয়ে? 
কেন ভেঙে গেল শোলাঙ্কি রায়ের বিয়ে?
| Updated on: Feb 29, 2024 | 6:10 PM
Share

বিচ্ছেদ হয়ে গিয়েছে শোলাঙ্কি রায় ও শাক্য বসুর। গত বছর অর্থাৎ ২০২৩-এই আইনি মতে আলাদা হয়েছেন তাঁরা। ২০১৮ সালে বিয়ে করেছিলেন স্কুলজীবনের বন্ধু শাক্যকে। সব কিছু ভালই চলছিল। আজও প্রাক্তন স্বামীকে নিয়ে কোনও কুমন্তব্য করতে চান না তিনি। তবু কেন ভেঙে গেল তাঁদের বিয়ে? সম্প্রতি ‘নিবেদিতা অনলাইন’ নামক এক ইউটিউব চ্যানেলে এ নিয়ে মুখ খুলেছেন তিনি। তিনি বলেন, “প্রেম-বিয়ে সবটাই ব্যক্তিগত রাখতে ভালবাসি। এটা নিয়ে অনেক প্রশ্ন অনেক আলোচনা। তাই স্পষ্ট করে বলতে চাই আমার প্রাক্তন স্বামীর থেকে আমি এখন আইনত আলাদা। খুব শান্তিপূর্ণ বিচ্ছেদ হয়েছে। এটা নিয়ে খুব বেশি কথা বলতে পারব না। আমার পেশার বোঝাটা আমি ওদের উপর চাপিয়ে দিতে পারি না।”

কেন হল তাঁদের বিচ্ছেদ? বিয়ের পরেই কাজের সূত্রে শাক্য চলে যান বিদেশে। কিছু সময় সেখানে গিয়ে থাকেন শোলাঙ্কিও। তবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল তাঁর এখানকার কেরিয়ার। শোলাঙ্কির কথায়, “আমার প্রাক্তন স্বামীর মতো মানুষ পৃথিবীতে পাওয়া মুশকিল, অনেক সময় দুজন মানুষ খুব ভালো হলেও তাঁরা ওই সময় একসঙ্গে থাকার জন্য ঠিক নয়।” কাজ ছেড়ে দেওয়ার জন্য মানসিক স্বাস্থ্যও ক্ষতিগ্রস্থ হচ্ছিল তাঁর। আজও সেই ক্ষততে প্রলেপ পড়েনি।

টলিপাড়ার ফিসফাস এই মুহূর্তে ‘কবীর সিং’ খ্যাত সোহম মজুমদারের সঙ্গে প্রেম করছেন শোলাঙ্কি। সম্প্রতি মুম্বইও গিয়েছিলেন তিনি। শোনা যায়, সেখানে একসঙ্গে থাকতেন ওঁরা। যদিও নিজেদের প্রেম নিয়ে একাধিক প্রশ্ন করা হলেও বারেবারে ভাল বন্ধু হিসেবেই পরিচয় দিয়েছেন সোহম-শোলাঙ্কি।