Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বলিউড মাফিয়া’দের হাত! কেন রাতারাতি বলিউড কেরিয়ার শেষ তনুশ্রীর?

Bollywood Gossip: কার্যত এর পর থেকেই বলিউডে শুরু হয় #মিটুর ঝড়। একের পর এক নায়িকা, বলি প্রযোজক পরিচালকের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। তবে নানা পটেকরের ক্ষেত্রে ব্যাপারটা খানিক অন্যরকম হয়ে দাঁড়ায়।

‘বলিউড মাফিয়া’দের হাত! কেন রাতারাতি বলিউড কেরিয়ার শেষ তনুশ্রীর?
Follow Us:
| Updated on: Feb 03, 2025 | 7:32 PM

তনুশ্রী দত্তকে মনে আছে? একসময় তাঁর হটনেসে কাঁপত তামাম বলিউড। ইমরান হাসমির সঙ্গে ‘আশিক বনায়া আপনে’ ছবিতে তাঁর সেই উষ্ণ গানের কথা আপনার মনে আছে নিশ্চয়ই? এখনও ৪০-ও পেরোননি তনুশ্রী। তবে অভিনয় জগৎ থেকে তাঁর বিদায় ঘটেছে বেশ কিছু বছর আগেই। এমনকি চেহারাতেও ঘটেছে আমূল পরিবর্তন। কী কারণে হঠাৎ করেই বলিউড থেকে উবে গিয়েছিলেন তনুশ্রী? অভিনেত্রী সরাসরি আঙুল তুলেছেন, ‘বলিউড মাফিয়া’দের দিকে। #মিটু আন্দোলনে নানা পটেকরের বিরুদ্ধে মুখ খোলার পরেই নাকি তাঁর জীবন হয়ে উঠেছে নরক– এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন তিনি।

২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তনুশ্রী দাবি করেছিলেন ২০০৯ সালের ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিংয়ের সময় নাকি তাঁকে বাজে ভাবে ছুঁয়ে দেখেন নানা পটেকর । কার্যত এর পর থেকেই বলিউডে শুরু হয় #মিটুর ঝড়। একের পর এক নায়িকা, বলি প্রযোজক পরিচালকের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। তবে নানা পটেকরের ক্ষেত্রে ব্যাপারটা খানিক অন্যরকম হয়ে দাঁড়ায়।

প্রত্যক্ষদর্শীদের বয়ান ও উপযুক্ত প্রমাণের বিরুদ্ধে এই মামলায় ক্লিনচিট দেওয়া হয় নানা পাটেকরকে। কিন্তু উবে যান তনুশ্রী। তনুশ্রী বাঙালি হলেও জামশেদপুরে জন্ম তাঁর। তবে বাংলার সঙ্গে তাঁর ছিল গভীর যোগ। বলিউড থেকে কার্যত হারিয়ে যাওয়ার পর বিদেশে চলে যান তনুশ্রী। ২০২০ সালে দেশে ফিরে আসেন তনুশ্রী। প্রকাশ্যেই জানান, ওই বলিউডের বড় নামেদের বিরুদ্ধে মুখ খোলার কারণে তিনি কর্মহীন।

এক পোস্টে তিনি লিখেছিলেন, “আমি আমার কেরিয়ার পুনরুদ্ধারের চেষ্টা করছি। মানুষ আমার সঙ্গে কাজও করতে চাইছে। ছবির অফারও পাচ্ছি। কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে যাচ্ছে।” আজও কাজ সেভাবে মেলেনি তাঁর। কাজের খোঁজে এই বাঙালি কন্যে।