
ইমরান হাসমি, বলিউডে একটা সময় যিনি দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন। যাঁর ছবি মানে ভক্ত মানে উত্তেজনার পারদ তুঙ্গে। হট বোল্ড দৃশ্যে ইমরান যতটা সাবলীল তাঁর আগে এমন অভিনেতা বলিউড দর্শকেরা পেয়েছিলেন কি না সন্দেহ আছে। একের পর এক নতুন মুখ ইমরানের বিপরীতে নানান ছবিতে জায়গা করে নেয়। না, তাঁর ক্ষেত্রে একেবারেই চিরাচরিত জুটির প্রয়োজন পড়েনি বরং তিনি যে কোনও অভিনেত্রীর সঙ্গে খুব সহজে পর্দায় রোমান্সে বুঁদ হতে পারতেন। একটা সময় ইমরান হাসমির এটাই ছিল ইউএসপি অর্থাৎ বিশেষত্ব। অভিনেত্রী যেন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠতেন তাঁর বিপরীতে। ঠিক তেমনই এক নাম উদিতা গোস্বামী।
উত্তরাখণ্ডের মেয়ে তিনি। রিয়্যালিটি শো থেকে উঠে এসেছিলেন সিনেমার পর্দায়। ইমরান হাসমির দাদা, মোহিত সুরীর ছবি জহের ছবিতে যাঁকে ইমরান হাসমির বিপরীতে দেখা যায়। এই ছবি করার সময় ইমরানের সঙ্গে পর্দায় উদিতার রোমান্স চললেও রিয়েল লাইফে তিনি জড়িয়ে পড়েন ইমরানের দাদা মোহিত সুরীর সঙ্গে। তারপর আসে আকসর ছবি। সেখানে আরও দাপটে সঙ্গে অভিনয় করেন ইমরান ও উদিতা। তবে জানেন কি, একটা সময় মোহিত ও উদিতা তাঁদের মধ্যে থাকা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। অর্থাৎ তাঁরা বিয়ে করেন। ঠিকই শুনেছেন, বর্তমানে তিনি ইমরান হাসমির বৌদি। তবে একটা সময় পর তিনি অভিনয় ছেড়ে দেবেন সিদ্ধান্ত নিয়েছিলেন। উদিতা স্থির করেছিলেন অভিনয় জীবনে আর ফিরবেন না। তারপর তিনি কেরিয়ার হিসেবে কী বেছে নেন জানেন, তিনি হয়ে ওঠেন ডিজে প্রফেশনাল। এমন কি তাঁর কাছে ছিল হলিউড ছবির প্রস্তাবও। তাও ফিরিয়েছিলেন তিনি।