‘জবুথবু অবস্থা, কিছু মনে করবেন না’, বিয়ের রাতে টেনশনে মধুমিতা

সরস্বতী পুজোর রাতে টলিপাড়ার নায়িকা বিয়ের পিঁড়িতে। মধুমিতা সরকারের কথা হচ্ছে। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর গলায় এদিন মালা দিয়েছেন তিনি। টলিউডে বেশ ছোট বয়স থেকেই কাজ শুরু করেছিলেন মধুমিতা। প্রথমে মডেলিং করেন। তারপর বাংলা ধারাবাহিক ছুঁয়ে বাংলা ছবির প্রধান মুখ হয়ে উঠেছেন। যদিও ইদানীং আবার ধারাবাহিকের শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী। তাই আপাতত একেবারে হাতেগোনা বাংলা ছবিতে দেখা যাচ্ছে তাঁকে।

জবুথবু অবস্থা, কিছু মনে করবেন না, বিয়ের রাতে টেনশনে মধুমিতা

|

Jan 24, 2026 | 7:45 AM

সরস্বতী পুজোর রাতে টলিপাড়ার নায়িকা বিয়ের পিঁড়িতে। মধুমিতা সরকারের কথা হচ্ছে। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর গলায় এদিন মালা দিয়েছেন তিনি। টলিউডে বেশ ছোট বয়স থেকেই কাজ শুরু করেছিলেন মধুমিতা। প্রথমে মডেলিং করেন। তারপর বাংলা ধারাবাহিক ছুঁয়ে বাংলা ছবির প্রধান মুখ হয়ে উঠেছেন। যদিও ইদানীং আবার ধারাবাহিকের শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী। তাই আপাতত একেবারে হাতেগোনা বাংলা ছবিতে দেখা যাচ্ছে তাঁকে।

বিয়ের দিন লাল শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী। আর গয়নায় মোড়া ছিল তাঁর অঙ্গ। মধুমিতাকে প্রশ্ন করা হয়, এই লুকটা কে ডিজাইন করেছেন? ”অনেক দিন ধরে ভেবেই এই লুকটা ডিজাইন  করেছি। আমারই ভাবনা ছিল। তবে এখন শাড়ি-গয়না সব কিছু পরে জবুথবু অবস্থা…ভীষণই ভারী লাগছে। এমন অবস্থা দেখে প্লিজ কিছু মনে করবেন না”, উত্তর অভিনেত্রীর। কতটা নার্ভাস লাগছে? মধুমিতা উত্তর দেন, তিনি বেশ নার্ভাস। তাঁর টেনশন হতে শুরু করেছে।

এর আগে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন মধুমিতা। তবে সেটা আইনি বিয়ে ছিল। তাই কনে হিসাবে প্রথমবার এতটা সেজে অতিথিদের আপ্যায়ন করলেন অভিনেত্রী। বাংলা ধারাবাহিকের জন্য অবশ্য বহুবার বউ সাজতে হয়েছে তাঁকে। তারচেয়ে নিজের বিয়ের সাজটা কীভাবে আলাদা? মধুমিতার উত্তর, ”ধারাবাহিকে রেডি হওয়ার সময়ে সকলে তাড়া দেন। এখানে সেরকম কোনও ব্যাপার নেই। বিয়ের দিন সকাল থেকে যে পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়া হয়, সেটা খুবই পবিত্র একটা পদ্ধতি। তাই খুব ভালো লাগছে।” সরস্বতী পুজোর দিন গভীর রাতে ছিল মধুমিতার বিয়ের লগ্ন। সিঁদুরদানের পর নতুন জীবনসঙ্গী দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে পথচলা শুরু করলেন তিনি।