লেখকের নাম বাদ পোস্টার থেকে! শিল্পী, লেখকদের প্রতিবাদ, ভুল স্বীকার পরিচালকের

বিষয়টা নজরে আসতেই ভুল স্বীকার করে নিলেন ছবির প্রযোজক-পরিচালক ধীমান বর্মণ। TV9 বাংলাকে তিনি জানালেন, ''আমি এখন দেশের বাইরে আছি। এটা সত্যি ভুল হয়েছে। প্রথমে পোস্টারে লেখকের নাম দেওয়া হয়েছিল। তাই আমরা লেখককে অসম্মান করতে চেয়েছি, বিষয়টা এমন নয়। আমার পোস্টার ডিজাইন, পিআর টিম আর প্রোডাকশন টিমের তরফে এই ভুল হয়েছে। আমরা পোস্টারে পরিবর্তন করে আবার ফেসবুকে নতুন পোস্টার দিচ্ছি। এটা ফাইনাল পোস্টার নয়। তাই সকলের নাম এটায় নেই। পরের পোস্টারে অন্য সব নাম থাকবে।''

লেখকের নাম বাদ পোস্টার থেকে! শিল্পী, লেখকদের প্রতিবাদ, ভুল স্বীকার পরিচালকের

| Edited By: Bhaswati Ghosh

Apr 16, 2025 | 5:05 PM

নতুন বাংলা ছবি আসছে। নাম রাপ্পা রায় অ্যান্ড ফুলস্টপ ডট কম। এই ছবির পোস্টার মুক্তির পর সেখানে লেখকের নাম না থাকায় জটিলতা তৈরি হল। লেখক সুযোগ বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, ”এটা বোধহয় সেই গল্পটা যেটা আমি লিখেছিলাম। নামটা তো একই ,আসলে পোস্টারে নাম নেই বুঝতে পারছি না ঠিক। যাই হোক, ছবির সঙ্গে যুক্ত সকলকে আমার নববর্ষের শুভেচ্ছা।” বিষয়টা নজরে আসার পরই লেখিকা সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, ”সত্যিই জানতে ইচ্ছে করে, লেখকের নাম দিলে কার কী সমস্যা হয়? এখনও অবধি বাংলায় তো “মিশন ইম্পসিবল” বানানো হয় না, তা হলে যখন গল্পের একটা প্রয়োজনীয়তা থাকে, সেটাই যখন অনেকখানি জুড়ে থাকে তখন লেখকের নাম দিতে এত ইনসিকিওরিটি কেন? এই উত্তরটা আমি আমৃত্যু খুঁজেই যাব। আমার ক্ষেত্রে একদম বিপরীত আচরণও বহু প্রযোজক এবং পরিচালক করেছেন, অর্থাৎ নাম দিয়েছেন সম্মান দিয়েছেন। আবার কেউ কেউ করেননি। কিন্তু প্রশ্ন তো করে যেতেই হবে।”

তবে বিষয়টা নজরে আসতেই ভুল স্বীকার করে নিলেন ছবির প্রযোজক-পরিচালক ধীমান বর্মণ। TV9 বাংলাকে তিনি জানালেন, ”আমি এখন দেশের বাইরে আছি। এটা সত্যি ভুল হয়েছে। প্রথমে পোস্টারে লেখকের নাম দেওয়া হয়েছিল। তাই আমরা লেখককে অসম্মান করতে চেয়েছি, বিষয়টা এমন নয়। আমার পোস্টার ডিজাইন, পিআর টিম আর প্রোডাকশন টিমের তরফে এই ভুল হয়েছে। আমরা পোস্টারে পরিবর্তন করে আবার ফেসবুকে নতুন পোস্টার দিচ্ছি। এটা ফাইনাল পোস্টার নয়। তাই সকলের নাম এটায় নেই। পরের পোস্টারে অন্য সব নাম থাকবে।”