‘কাঞ্চন তুমি আমার, বলেই এক মহিলা…’, ‘রোগা কাঞ্চনের’ হাটে হাঁড়ি ভাঙলেন শ্রীময়ী
Kanchan Mullick: "মানুষ একটু ভাল থাকতে চায়, শান্তিতে বাঁচতে চায়। আমি ট্রোলড হই ঠিকই, কিন্তু আমি যখন একা থাকি, এরা আমার পাশে থাকেন না।" বিয়ে নিয়ে আর কী বললেন কাঞ্চন?
কলকাতা: শ্রীময়ীর সঙ্গে বিয়ে হওয়ার পর কাঞ্চন মল্লিককে নিয়ে নতুন করে চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্ত্রীর সঙ্গে বয়সের ফারাক নিয়েও আলোচনা করেছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় চেহারা থেকে শুরু করে আরও অনেক রকম মন্তব্য ছুড়ে দেওয়া হয়েছে কাঞ্চন ও শ্রীময়ীর দিকে। তবে শ্রীময়ী বলছেন, কাঞ্চনকে যতই ‘রোগা’ বলা হোক না কেন, তাঁর মহিলা অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়।
TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীময়ী বললেন, অনেক মহিলা নাকি কাঞ্চনের জন্য পাগল। তিনি বলেন, “এই যে রোগা কাঞ্চনকে দেখছ, কত মহিলা ওর জন্য কাঁদে জানো? দুর্গাপুজোয় দেখেছি, একজন হাউহাউ করে কাঁদতে কাঁদতে চেয়ার থেকে পড়ে গেলেন। বলে উঠলেন, কাঞ্চন তুমি আমার…।” স্ত্রীর মুখে এই গল্প শুনে লজ্জায় লাল কাঞ্চন। পাশের চেয়ারে বসে অভিনেতা বললেন, “না না, এসব ভুল। আমার এসব কিছু নেই।”
তবে বয়সের ফারাক তথা ‘জেনারেশন গ্যাপ’ দেখেও কেন শ্রীময়ীকেই বাছলেন কাঞ্চন? এই প্রশ্ন উঠতেই তৃণমূল বিধায়কের সাফ জবাব, “যখন কেউ ছিল না, তখন পাশে ছিলেন শ্রীময়ীই। তিনি বলেন, “মানুষ একটু ভাল থাকতে চায়, শান্তিতে বাঁচতে চায়। আমি ট্রোলড হই ঠিকই, কিন্তু আমি যখন একা থাকি, এরা আমার পাশে থাকেন না। যে সময়ে একা ছিলাম, পাশে দুটো লোকের দরকার ছিল… ‘কেমন আছ’ জিজ্ঞেস করার লোক দরকার ছিল, সেই সময় যে ছিল (শ্রীময়ীর দিকে তাকিয়ে) তাকেই ভরসা করেছি। বাবা-মা চলে যাওয়ার পর যাকে পেয়েছিলাম, তাকেই চেয়েছি।” সব ট্রোলের মুখে জবাব দিয়ে, শ্রীময়ীর সঙ্গেই তিনি ভাল আছেন, সেটা স্পষ্ট বুঝিয়ে দিলেন কাঞ্চন।