‘…হয়ে গিয়েছে, তোমরা জানো না’, গোপনেই ঐন্দ্রিলাকে বিয়ে অঙ্কুশের?

Ankush-Oindrila Wedding: এবার সেই প্রসঙ্গেও মুখ খুললেন অভিনেতা অঙ্কুশ হাজরা। আস্ক মি এনিথিং- সোশ্যাল মিডিয়া পর্বে এসে ভক্তের নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন বেশ কিছু দিন ধরেই। এবার এক ভক্ত তাঁকে প্রশ্ন করে বসলেন, আপনি বলেছিলেন ২০২৩ সালে বিয়ে করবেন, তার কী হল? 

'...হয়ে গিয়েছে, তোমরা জানো না', গোপনেই ঐন্দ্রিলাকে বিয়ে অঙ্কুশের?
Follow Us:
| Updated on: Feb 18, 2024 | 3:03 PM

একের পর এক বিয়ের সানাই বাজতে দেখা যাচ্ছে সিনে দুনিয়ায়। কখনও বলিউড কখনও টলিউড, তবে যাঁদের বিয়ের জন্য দীর্ঘ অপেক্ষায় রয়েছেন ভক্তরা, সেই ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরা করে বসবেন বিয়ের পিঁড়িতে? ভক্তরা বছরের পর বছর প্রশ্ন করলেও মেলেনি উত্তর। তবে এক সাক্ষাৎকারে অঙ্কুশ হাজরা নিজেই জানিয়েছিলেন, তিনি ২০২৩ সালে বিয়ের পিঁড়িতে বসবেন। তবে ২০২৩ সাল চলে গেল, টলিপাড়ার গালা সেলিব্রেশন কোথায়? এবার সেই প্রসঙ্গেও মুখ খুললেন অভিনেতা অঙ্কুশ হাজরা। আস্ক মি এনিথিং- সোশ্যাল মিডিয়া পর্বে এসে ভক্তের নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন বেশ কিছু দিন ধরেই। এবার এক ভক্ত তাঁকে প্রশ্ন করে বসলেন, আপনি বলেছিলেন ২০২৩ সালে বিয়ে করবেন, তার কী হল?

না, মহিলা ভক্তের এই প্রশ্ন এড়িয়ে গেলেন না অঙ্কুশ। তিনি বললেন, ‘এই ম্যাসেজটা পাঠিয়েছে জয়তি, দেখো এই সব জিনিসগুলো, সব সময় যে জানা যাবে এমনটা নয়। এটা হতেই পারে যে হয়ে গেছে, কেউ জানে না। এগুলো যে ঢাক ঢোল পিটিয়েই যে করতে হবে, বলতে হবে, এমনটার কোনও মানে নেই।’

অঙ্কুশ এদিন স্পষ্টই জানিয়ে দেন, হয়তো হয়ে গিয়েছে…। তাঁর চোখে মুখে মজার আর রহস্য মিলিয়ে অভিব্যক্তি থাকায়, তিনি ঠিক কী বলতে চাইলেন তা নিয়ে প্রশ্ন থেকে গেল। তবে বিয়ে কবে, সেই প্রশ্ন থেকে বেশ কিছুটা সরে এলেন ভক্তরা। বরং উল্টো ছবিটাই দেখা গেল এবার তাঁদের মধ্যে, সকলেরই মনে প্রশ্ন জাগল, তবে কী সকলের অজান্তেই অঙ্কুশ সংসার পেতেছেন? এ যেন সকলের কাছে অবিশ্বাস্য, যদিও অভিনেতার কথা কখনই উড়িয়ে দেওয়া যায় না।