
শাহরুখপুত্র আরিয়ান খানকে নিয়ে দেশ জুড়ে উন্মাদনা তুঙ্গে। পরিচালক হিসাবেও কাজ শুরু করেছেন তিনি। আরিয়ান খান যখন কোনও পার্টিতে থাকেন, তখন তিনিই মধ্যমণি। তাঁকে ঘিরে থাকে বন্ধুরা। অন্য সময়ে দেশের বাইরে বা মুম্বই শহরে পার্টি করেন। এবার শাহরুখপুত্রের ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠল কলকাতা শহরের নাম। হবে নাই বা কেন! কেকেআর তাঁর পরিবার। আগামী ২৬ এপ্রিল শহরে কেকেআর-এর যে ম্যাচ রয়েছে, সেই দিন শহরে থাকবেন আরিয়ান এমন জানা গেল। তাঁর বন্ধু অনন্যা পাণ্ডে, শানায়া কাপুররাও নাকি শহরে আসছেন এই পার্টির অংশ হওয়ার জন্য।
শহরে রাজদীপ চক্রবর্তীর তত্ত্বাবধানে হবে এই গ্ল্যামার নাইট। রাজদীপের তরফে টলিপাড়ার তাবড় তারকাদের কাছে আমন্ত্রণ যাবে, তার আভাস পাওয়া গেল। এর আগে রাজদীপের তত্ত্বাবধানে শহরে শো করতে এসেছিলেন সলমন খান। তারপর তিনি কিংবদন্তি ব্রায়ান অ্যাডমসের শো উপহার দিয়েছেন শহরকে। এবার আরিয়ান খানের এই পার্টি কতটা জমবে, কারা আমন্ত্রণ পাবেন, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে টলিউডের অন্দরে।
এই বছর আইপিএল শুরু হওয়ার পর কিং খান এসেছেন শহরে। সেদিন অবশ্য তাঁর পাশে আরিয়ান খানকে দেখা যায়নি। শহরে আইপিএল ম্যাচে শাহরুখের পাশে তাঁর মেয়ে সুহানাকে বেশি দেখা যায়। সুহানার বন্ধু অনন্যা পাণ্ডে এসেছেন একাধিকবার। এবার বাবা-মেয়ে কাজ করছেন এক ছবিতে। ‘কিং’ ছবিতে শাহরুখ খান, সুহানা খানের পাশাপাশি দীপিকা পাড়ুকোন থাকবেন, সেটাও ঘোষণা হয়ে গিয়েছে। আরিয়ান খানের ইনস্টাগ্রাম স্টোরিতে কলকাতার নাম ভেসে উঠতেই, এখন উত্তেজনার পারদ চড়ছে। টলিউডে প্রতি সপ্তাহেই কোনও না কোনও ছবি ঘিরে পার্টি হয়। তবে গ্ল্যামার বা তারকাদের সাজপোশাকের নিরিখে অধিকাংশ পার্টি চর্চার কেন্দ্রে উঠে আসে না। আরিয়ান খানের পার্টি এবার উদাহরণ তৈরি করবে, তেমন প্রত্যাশা।