
ক্যাটরিনা কইফ-ভিকি কৌশল, বলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের নিয়ে প্রথম থেকেই দর্শক মনে কৌতূহলের পারদ তুঙ্গে। ২০২১ সালে ডিসেম্বর মাসে ঘটা করে বিয়ে করেন তাঁরা। যদিও দীর্ঘদিন নিজেদের সম্পর্কের কথা গোপনেই রেখেছিলেন এই জুটি। বরাবরই তাঁরা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রয়োজনের বেশি কথা বলা পছন্দ করেন না। তাই এক্ষেত্রেও কি বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন তাঁরা? কথা হচ্ছে ক্যাটরিনা কইফের অন্তঃসত্ত্বা প্রসঙ্গ নিয়ে। তিনি কি সত্যি মা হতে চলেছেন? গত তিন বছরে এই প্রশ্ন বহুবার জায়গা করে নিয়েছে নেটমহলে। কখনও ঢিলেঢালা পোশাক, কখনও আবার সামান্য বেলিফ্যাটের জন্যে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে?
আবারও নেটপাড়ায় উঠল সেই এক প্রশ্ন। ক্যাটরিনা কইফ কি এবার সত্যি মা হতে চলেছেন? সম্প্রতি যে ছবি নেটপাড়ায় জায়গা করে নিয়েছে তা দেখে প্রাথমিকভাবে অনেকের মনে তেমনই ধারণা তৈরি হচ্ছে। কারণ এক ঢিলেঢালা সাদা পোশাকে এবার দেখা গেল ক্যাটরিনা কইফকে। পাশাপাশি তিনি ক্রমাগত নিজেকে আড়াল করে চলেছিলেন। তা দেখা মাত্রই একশ্রেণি প্রশ্ন তোলেন, তবে কি এবার সত্যি মা হতে চলেছেন ক্যাটরিনা?
যদিও এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি ক্যাটরিনা বা ভিকি। তবে অতীতে এই নিয়ে যখন একাধিকবার জলঘোলা হয়েছিল, তখন এক সাক্ষাৎকারে ক্যাটরিনা নিজেই বলেছিলেন– এ এমন এক খবর যা চেপে বা লুকিয়ে রাখা যায় না। ফলে তেমন কিছু হলে নিশ্চিত জানা যাবে। এখন দেখার, এবার সত্যি সুখবর আসতে চলেছে কি না, এই জুটির তরফ থেকে।