
দুর্গাপুজো মানেই নজরকাড়া কিছু বিজ্ঞাপনে শহর মুড়ে যায়। আর এসব বিজ্ঞাপনের মুখ হন তাবড় তারকারা। একটা টিএমটি বারের বিজ্ঞাপনে এবার নাকি একসঙ্গে থাকছেন মিমি চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কয়েক বছর পিছিয়ে গেলে দেখা যাবে এই টিএমটি বারের বিজ্ঞাপনের মুখ ছিলেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
তারপর নুসরতকে আর দেখা যায়নি এই বিজ্ঞাপনে। তবে মিমি চক্রবর্তীকে দেখা গিয়েছিল দুর্গাপুজোর সময়ে বিভিন্ন হোর্ডিংয়ে। আবার শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও দেখা গিয়েছিল। তবে একসঙ্গে দেখা যায়নি তাঁদের। এবার নাকি তাঁদের একসঙ্গে আনার তোড়জোড় করছে নির্দিষ্ট সংস্থা। তবে এটা টলিপাড়ার চর্চা মাত্র! সত্যিই এমন কিছু ঘটবে কিনা, তা জানার জন্য অপেক্ষা করতে হবে দুর্গাপুজো পর্যন্ত। সব কিছু ঠিক থাকলে আগামী ৩ তারিখ শহরে এই বিজ্ঞাপনের শুটিং হওয়ার কথা।
লক্ষণীয় বাংলা ছবি এই মুহূর্তে শাসন করছেন কোন নায়িকারা, এই উত্তর খুঁজলে অন্যতম দু’ টি নাম হলো মিমি চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুই নায়িকা একে-অন্যের কাজ নিয়েও প্রশংসা করতে ভোলেন না। এবার দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে ‘রক্তবীজ টু’। সেখানে বিকিনি লুকে দেখা যাবে মিমিকে। TV9 বাংলাকে এক সাক্ষাত্কারে শুভশ্রী জানান, ”মিমিকে এই লুকে হট লাগছে”। দুর্গাপুজোয় বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্টের ক্ষেত্রেও এই দুই মুখের চাহিদা তুঙ্গে।
এবার মিমি-শুভশ্রী যদি একসঙ্গে বিজ্ঞাপনের শুটিং করেন, তা হলে সেই ছবি থেকে চোখ ফেরানো যাবে না। দুই নায়িকার অনুরাগীদের এখন একটাই প্রশ্ন, সত্যি এমন হবে কি?