Exclusive: রাজের সঙ্গে কাজ করবেন মিমি? দিলেন উত্তর

Raj-Mimi: গত তিন মাসে যে ছবি উঠে এসেছে, সেখানে দাঁড়িয়ে মিমি চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মধ্যে থাকা অভিমানের বরফ যে গলেছে, সে ছবি স্পষ্ট। আর রাজ চক্রবর্তী? TV9 বাংলাকে এবার সেই উত্তরও দিলেন মিমি। 

Exclusive: রাজের সঙ্গে কাজ করবেন মিমি? দিলেন উত্তর

| Edited By: জয়িতা চন্দ্র

Mar 13, 2025 | 5:49 PM

মিমি চক্রবর্তী, বরাবরই টলিপাড়ার হার্টথ্রোব। পর্দায় পা রাখার পর থেকেই দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। ভাইরাল হয়েছে তাঁর একাধিক চরিত্র। সেই মিমি চক্রবর্তীর কেরিয়ার গ্রাফ থেকে ব্যক্তি জীবনের সমীকরণ, কম খবরের শিরোনামে জায়গা করে নেয়নি। যার মধ্যে এক অন্যতম অধ্যায়ের নাম রাজ চক্রবর্তী। একটা সময়ের পর পথ আলাদা হয়েছে তাঁদের। বর্তমানে যে যাঁর কেরিয়ার-জীবন নিয়ে ব্যস্ত। মান অভিমান ভুলে সম্পর্ক সহজ হচ্ছে টলিপাড়ার অন্দরমহলে। গত তিন মাসে যে ছবি উঠে এসেছে, সেখানে দাঁড়িয়ে মিমি চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মধ্যে থাকা অভিমানের বরফ যে গলেছে, সে ছবি স্পষ্ট। আর রাজ চক্রবর্তী? TV9 বাংলাকে এবার সেই উত্তরও দিলেন মিমি।

রাজনীতির ময়দানে পা রেখে বিনোদন জগত থেকে খানিক দূরে সরলেও গত দেড় বছরে দর্শকদের উজার করে দিয়ে চলেছেন নায়িকা। ওটিটি থেকে শুরু করে ছবি, পর্দায় একের পর এক দাপুটে চরিত্র তাঁর ঝুলিতে। এমনই সময় যদি রাজ চক্রবর্তীর তরফ থেকেও ভাল স্ক্রিপ্ট আসে, তাহলে কি কাজ করবেন মিমি চক্রবর্তী? এক বাক্যে তিনি উত্তর দিলেন– ‘অবশ্যই’। অর্থাৎ দীর্ঘ দিনের কৌতুহলের অবসান।

এই প্রশ্ন যে কত অনুরাগীর মনের কোণে জমে ছিল, তা গুণে শেষ করা যাবে না। তবে এখন যে সমীকরণ পাল্টাচ্ছে টলিপাড়া। এখন কেবল ইন্ডাস্ট্রির স্বার্থে দর্শকদের পাতে ভাল ছবি তুলে দেওয়ার পালা, সেই অঙ্ক কষে ফেলেছে সিনেপাড়ার সেলিব্রিটিরা। তাই সে ক্ষেত্রে কোনও কিছুকেই আর বয়ে নিয়ে যেতে রাজি নন তাঁরা। মিমিও তাই যে কোনও চ্যালেঞ্জ নিতেই প্রস্তুত।