মিঠুনের ছবির জায়গা নেই ‘নন্দন’-এ ?

যখন ২০২২-এ অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিত্‍ সেনের পরিচালনায় 'প্রজাপতি' মুক্তি পেয়েছিল, তখন এই ছবিকে শো দেওয়া হয়নি 'নন্দন'-এ। দেব আর মিঠুন চক্রবর্তী ছবিতে থাকলেও, কেন সেই ছবি 'নন্দন'-এ শো পেল না, তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। 'নন্দন'-এর তরফে কোনও কারণ উল্লেখ করা হয়নি। তবে রাজনীতির ময়দানে মিঠুন এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর দলের ঘোর বিরোধী। প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন মিঠুন। তাই 'নন্দন'-এ মিঠুনের ছবির শো না পাওয়ার সঙ্গে এই পরিস্থিতির কোনও যোগ রয়েছে কিনা, তা নিয়ে ওঠে প্রশ্ন।

মিঠুনের ছবির জায়গা নেই নন্দন-এ ?

| Edited By: Bhaswati Ghosh

May 03, 2025 | 7:47 AM

এই সপ্তাহে মুক্তি পেয়েছে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’। টলিপাড়ায় যেসব বাংলা ছবি মুক্তি পায়, সেগুলো ‘নন্দন’-এ শো পাক, এমনটা চান প্রযোজক-পরিচালকরা। তবে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ মুক্তির প্রথম সপ্তাহে শো পেল না ‘নন্দন’-এ। সব ছবি যে প্রথম সপ্তাহে ‘নন্দন’-এ শো পায় এমন নয়। কিছু ছবিকে দ্বিতীয় সপ্তাহেও শো দেওয়া হয় ‘নন্দন ১’ বা ‘নন্দন ২’-তে। যেমন এই মুহূর্তে ‘কিলবিল সোসাইটি’, ‘পুরাতন’, ‘দুর্গাপুর জংশন’-এর মতো ছবি চলছে ‘নন্দন ১’-এ। আবার ‘হাঙ্গামা ডটকম’, ‘অন্নপূর্ণা’ আর ‘আড়ি’ চলছে ‘নন্দন ২’-তে। তবে মিঠুনের ছবিকে কি আদৌ জায়গা করে দেওয়া হবে ‘নন্দন’-এ নাকি বাদ দিয়ে দেওয়া হবে, সেই দিকে তাকিয়ে টলিউড। যখন ২০২২-এ অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিত্‍ সেনের পরিচালনায় ‘প্রজাপতি’ মুক্তি পেয়েছিল, তখন এই ছবিকে শো দেওয়া হয়নি ‘নন্দন’-এ। দেব আর মিঠুন চক্রবর্তী ছবিতে থাকলেও, কেন সেই ছবি ‘নন্দন’-এ শো পেল না, তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। ‘নন্দন’-এর তরফে কোনও কারণ উল্লেখ করা হয়নি। তবে রাজনীতির ময়দানে মিঠুন এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর দলের ঘোর বিরোধী। প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন মিঠুন। তাই ‘নন্দন’-এ মিঠুনের ছবির শো না পাওয়ার সঙ্গে এই পরিস্থিতির কোনও যোগ রয়েছে কিনা, তা নিয়ে ওঠে প্রশ্ন। ‘প্রজাপতি’-র পর ‘কাবুলিওয়ালা’ (২০২৩) বা ‘শাস্ত্রী’ (২০২৪) ছবির সময়ে ‘নন্দন’-এ জায়গা পাননি মিঠুন। ‘শাস্ত্রী’ গত বছর দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল। লক্ষণীয়, একটা সুপারহিট ছবি ‘নন্দন’ থেকে কয়েক লাখ টাকা আয় করতে পারে। সেই নিরিখে মিঠুন ছবিতে থাকলে ব্যবসার এই অঙ্ক ছেড়ে দিতে হচ্ছে প্রযোজকদের, যা তাঁদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। তাই এই বছর মিঠুনের ছবি নন্দন-এ জায়গা পাবে কিনা, তা নিয়ে চর্চা তুঙ্গে।