
কপিল শর্মার কানাডার ক্যাফেতে দ্বিতীয়বার হামলার পরেই, বিষ্ণোই গ্যাংয়ের হুমকির অডিও ভাইরাল হয়েছে। কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মার কানাডার ক্যাফেতে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গুলি চালানোর ঘটনা ঘটেছে। অডিও ক্লিপে এক ব্যক্তি নিজেকে হ্যারি বক্সার নামে পরিচয় দেন এবং দাবি করেন, তিনি বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। ওই অডিওতে সে বলেছে যে, বলিউডের নির্মাতা, প্রযোজক ও অভিনেতারা যদি সলমন খানের সঙ্গে কাজ করেন, তা হলে তাঁদের গুলি করে হত্যা করা হবে। সে আরও হুমকি দেয় যে, মুম্বাইয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে তারা।
হ্যারি বক্সার অডিওতে বলে, “আমি হ্যারি বক্সার, লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে। কপিল শর্মার উপর গুলি চালানো হয়েছে, কারণ সে নেটফ্লিক্স শো-এর উদ্বোধনে সলমান খানকে আমন্ত্রণ জানিয়েছিল। পরের বার কোনও পরিচালক, প্রযোজক, কলাকুশলী— কাউকে আর সতর্ক করা হবে না। এবার সরাসরি একে-৪৭ দিয়ে গুলি চলবে ওদের বুকে। মুম্বইয়ের সব ছোট বড় শিল্পী, প্রযোজক সবাইকে সাবধান করে দেওয়া হচ্ছে। এবার মুম্বইয়ের পরিস্থিতি এমন খারাপ করে দেব যে কেউ কল্পনাও করতে পারবে না। যদি কেউ সলমান খানের সঙ্গে কাজ করে, তা হলে সে নিজের মৃত্যুর জন্য দায়ী থাকবে।”
এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই, কানাডাতে অবস্থিত কপিল শর্মার ক্যাফেতে দ্বিতীয়বারের মতো গুলি চালানোর ঘটনা ঘটে। প্রথম হামলাটি ঘটে ৮ জুলাই, আর দ্বিতীয়টি হলো মাত্র এক মাস পর। তাই বলিউড জুড়ে এবার তৈরি হয়েছে অনিশ্চয়তা। সলমন খানের সঙ্গে কারা কাজ করবেন আর করবেন না, তা ঠিক করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে অনেকের। সামনের দু’ তিন বছরে সলমন খানের ছবি দেখা যাবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হল।