Tollywood Gossip: শরিফুলের সঙ্গে তিক্ত সম্পর্ক, ভাঙতে বসেছে পরীমণির পঞ্চম বিয়েও?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 04, 2023 | 9:14 PM

Tollywood Gossip: গত বছরেই অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পঞ্চম বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের বিতর্কিত নায়িকা পরীমণি। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে। এর পর জল গড়িয়েছে অনেক দূর। স্বামী-স্ত্রী ঝামেলা এসেছে প্রকাশ্যেও।

Tollywood Gossip: শরিফুলের সঙ্গে তিক্ত সম্পর্ক, ভাঙতে বসেছে পরীমণির পঞ্চম বিয়েও?
ভাঙতে বসেছে পরীমণির পঞ্চম বিয়েও?

Follow Us

 

গত বছরেই অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পঞ্চম বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের বিতর্কিত নায়িকা পরীমণি। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে। এর পর জল গড়িয়েছে অনেক দূর। স্বামী-স্ত্রী ঝামেলা এসেছে প্রকাশ্যেও। যদিও তা মিটমাট হয়ে যায়। তবে সম্প্রতি পরীমণির মুখে উলটপূরাণ! স্বামীর সঙ্গে নাকি ভাল নেই সম্পর্ক। এমনকি তিনি রাজের স্ত্রী– এই পরিচয়ও আর চাইছেন না এই নায়িকা। গত ২৯ মে’র ঘটনা। হঠাৎ করেই শরিফুল রাজের ফেসবুক পেজ থেকে অভিনেতা তানজিন তিশা, সুনেরাহ কামাল ও নাজিফা তুশির বেশ কিছু ব্যক্তিগত ভিডিয়ো ও মুহূর্ত পোস্ট করা হয় সামাজিক মাধ্যমে। সে নিয়ে ছড়ায় চাঞ্চল্য। অভিযোগ ওঠে পরীমণিই তাঁদের ব্যক্তিগত ছবি ও ভিডিয়ো ফাঁস করেছেন সামাজিক মাধ্যমে।

যদিও নায়িকা এই অভিযোগ মানতে চাননি। এবার এক সংবাদমাধ্যমে তাঁর দাম্পত্যের বর্তমান অবস্থান নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করলেন এই নায়িকা। তাঁর কথায়, ” ‘দামাল’ ছবির মুক্তির সময় থেকেই আমাদের সম্পর্ক স্বাভাবিক ছিল না। রাজ আগের মতো নিয়মিত বাড়ি থাকত না। সন্তানের প্রতি ও কোনও রকম দায়িত্ব পালন করত না।’’ এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, ” কিছু দিন আগে আমি হাসপাতালে ছিলাম, আমাকে দেখতেও যায়নি ও। আমার সঙ্গে ওর এখন শারীরিক, মানসিক কোনও সম্পর্ক নেই। আমি যখন হাসপাতালে, তখনই বাড়িতে রাজ ওর জিনিসপত্র গুছিয়ে রেখেছিল। আগেই প্রস্তুত ছিল বাড়ি ছাড়ার জন্য। এ ভাবে তো আর সংসার, সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়।’’

তবে কি এই সম্পর্ক গড়াচ্ছে বিচ্ছেদের দিকে? পরীমণির সাফ উত্তর, রাজ অনেক দিন আগেই তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। শরিফুল যে তাঁর স্বামী তা আর মনেও রাখতে চান না। তাঁর কথায়, “আমি চাই ও আমাকে ডিভোর্স দিক। আমি ওর প্রাক্তন, এটাই শুনতে আমার আরাম লাগবে। আমি রাজের বউ, এটা আর শুনতে চাই না।’’ এর আগে নানা বিতর্কে জড়িয়েছেন এই নায়িকা। মাদক মামলাতেও তাঁর নাম জড়িয়েছে। এবার উঠল ছবি ফাঁস করার অভিযোগ। পঞ্চম বিয়ে কি ভাঙবে নাকি সব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে আবারও শরিফুলের সঙ্গে সংসার করবেন পরী? সেই উত্তর এখন সময়ের হাতে।

Next Article