জাহিরের জন্য ধর্ম পরিবর্তন সোনাক্ষীর? বিয়ের ঠিক আগে বড় সত্যি সামনে
Sonakshi Sinha Wedding: কিছু দিন আগেই খবর এসেছিল ভিনধর্মে বিয়ে করার সিদ্ধান্তের জন্য নাকি মেয়ের বিয়েতে হাজির হবেন না শত্রুঘ্ন সিনহা। এও শোনা যায়, এই বিয়েতে নাকি একেবারেই মত নেই তাঁর!

সেজে উঠেছে শত্রুঘ্ন সিনহার বাড়ি ‘রামায়ণ’! মেয়ের বিয়ে বলে কথা। শুরু হয়ে গিয়েছেন মেহেন্দির অনুষ্ঠানও। ভিন ধর্মে বিয়ে করছেন সোনাক্ষী। তাঁর হবু স্বামী জাহির ইকবাল। রটেছে জাহিরকে বিয়ে করার কারণে নাকি নিজের ধর্ম পরিবর্তন করছেন সোনাক্ষী? সত্যি কি তাই? এবার তা নিয়ে বড় সত্যি সামনে আনলেন অভিনেত্রী হবু শ্বশুরমশাই অর্থাৎ জাহিরের বাবা। তাঁর কথায়, “যা রটেছে তা একেবারেই ঠিক নয়। সোনাক্ষী একেবারেই ধর্ম পরিবর্তন করছে না। দুটো মনের মিল হচ্ছে। ধর্ম এখানে কোনও প্রতিবন্ধকতাই নয়।” এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, “আমি মনুষ্যত্বে বিশ্বাস করি। হিন্দুরা যাকে ভগবান মনে করেন ইসলাম ধর্মাবলম্বীদের কাছে তিনিই আল্লাহ। দিনের শেষে আমরা সবাই মানুষ। জাহির ও সোনাক্ষীকে আমার অনেক অনেক আশীর্বাদ।”
কিছু দিন আগেই খবর এসেছিল ভিনধর্মে বিয়ে করার সিদ্ধান্তের জন্য নাকি মেয়ের বিয়েতে হাজির হবেন না শত্রুঘ্ন সিনহা। এও শোনা যায়, এই বিয়েতে নাকি একেবারেই মত নেই তাঁর! তবে বিয়ের দিন তিনেক আগে এ নিয়ে রটা যাবতীয় রটনা নিমেষে নস্যাৎ করে শত্রুঘ্ন বলেন, ‘খামোশ! নিজের চড়কায় তেল দাও।” সাফ জানিয়ে দেন মেয়ের বিয়েতে অবশ্যই হাজির থাকবেন তিনি।
শিল্পা শেট্টির রেস্তরাঁয় বসতে চলেছে সোনাক্ষীর বিয়ের অনুষ্ঠান। হাজির থাকবেন বলিপাড়ার তাবড় তারকারা। পুনম ঢিলো থেকে শুরু করে সলমন খান– ইতিমধ্যেই সকলের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণ পত্র। সোনাক্ষীর থেকে বয়সে খানিক ছোট জাহির। তবে বয়স, ধর্ম– এই সব কখনওই তাঁদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি। মিল হয়েছে মনের। মিল হয়েছে দু’জনের।
