সুদীপ্ত সেনের নতুন ছবিতে সুব্রত দত্তকে দেখা যাবে?

নতুন হিন্দি ছবি শুরু করছেন পরিচালক সুদীপ্ত সেন। সিকিম, মুম্বইয়ের পাশাপাশি কলকাতায় শুটিং হবে এই ছবির। গল্প কীরকম? TV9 বাংলাকে পরিচালক জানালেন, ”কলকাতার একটা সত্য ঘটনা অবলম্বনে এই ছবি। শহরের যৌনপল্লীর গল্প। মেয়েদের জীবনের এমন গল্প, যা নিয়ে আলোচনা করতে চান না কেউ। অনেকে মনে করেন সভ্য সমাজে এই নিয়ে কথা বলা যায় না। অন্ধকার দুনিয়া থেকে আমেরিকায় গিয়ে একটি মেয়ে স্পোর্টস ইভেন্টে অংশ নেয়। সেই সূত্র ধরে উঠে আসে, ভয়ঙ্কর এক চিত্র। বাংলার মেয়ের এই গল্প আসলে দেশের প্রতিটা মেয়েরই গল্প হয়ে উঠবে।” কলকাতার বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীকে এই ছবিতে দেখা যাবে। শহরে প্রায় মাস খানেক ধরে শুটিং করবেন সুদীপ্ত।

সুদীপ্ত সেনের নতুন ছবিতে সুব্রত দত্তকে দেখা যাবে?

| Edited By: Bhaswati Ghosh

Nov 24, 2025 | 8:03 AM

নতুন হিন্দি ছবি শুরু করছেন পরিচালক সুদীপ্ত সেন। সিকিম, মুম্বইয়ের পাশাপাশি কলকাতায় শুটিং হবে এই ছবির। গল্প কীরকম? TV9 বাংলাকে পরিচালক জানালেন, ”কলকাতার একটা সত্য ঘটনা অবলম্বনে এই ছবি। শহরের যৌনপল্লীর গল্প। মেয়েদের জীবনের এমন গল্প, যা নিয়ে আলোচনা করতে চান না কেউ। অনেকে মনে করেন সভ্য সমাজে এই নিয়ে কথা বলা যায় না। অন্ধকার দুনিয়া থেকে আমেরিকায় গিয়ে একটি মেয়ে স্পোর্টস ইভেন্টে অংশ নেয়। সেই সূত্র ধরে উঠে আসে, ভয়ঙ্কর এক চিত্র। বাংলার মেয়ের এই গল্প আসলে দেশের প্রতিটা মেয়েরই গল্প হয়ে উঠবে।” কলকাতার বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীকে এই ছবিতে দেখা যাবে। শহরে প্রায় মাস খানেক ধরে শুটিং করবেন সুদীপ্ত।

ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা সুব্রত দত্তকে। এই বিষয়ে বিস্তারিত জানতে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানালেন, এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে TV9 বাংলাকে সুদীপ্ত জানিয়েছেন, জানুয়ারি মাসে তাঁর প্রযোজনায় ‘চড়ক’ মুক্তি পাবে। সেখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন সুব্রত। এর আগে সুদীপ্ত পরিচালিত ‘বাস্তার: দ্য নকশাল স্টোরি’-তে কাজ করতে দেখা গিয়েছিল সুব্রতকে। জাতীয় স্তরে কাজ করেন, এমন কিছু অভিনেতা যেমন এই ছবির শুটিংয়ের জন্য শহরে আসবেন, তেমনই এই শহর থেকে আর কে-কে ছবিতে থাকবেন, তা দেখার অপেক্ষা।

লক্ষণীয় সুব্রত দত্ত হিন্দি ছবির পাশাপাশি এখন নিয়মিত বাংলা ছবিতে কাজ করছেন। দুর্গাপুজোর সময়ে ‘রক্তবীজ টু’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। দেবালয় ভট্টাচার্য পরিচালিত নতুন ছবির শুটিং শেষ করলেন তিনি। ‘গণশত্রু’ ওয়েব সিরিজে দেখা যাচ্ছে সুব্রতকে। জানুয়ারি মাসে শহরের এক নামী পরিচালকের ছবির জন্য শুটিং শুরু করবেন।

এর আগে রাইমা সেন কাজ করেছিলেন সুদীপ্ত সেনের ছবিতে। তাই বাংলা আর কোন-কোন মুখ থাকতে পারেন সুদীপ্তর নতুন ছবিতে, তা জানার আগ্রহ বাড়ছে টলিপাড়ায়।