জিৎ-স্বস্তিকার দেখা! অনুরাগীদের প্রশ্ন, ‘কবে ছবি হবে একসঙ্গে’?

Bhaswati Ghosh | Edited By: জয়িতা চন্দ্র

Mar 19, 2025 | 11:29 AM

Inside Story: স্বস্তিকা টলিউডের পাশাপাশি বলিউডে কাজ শুরু করেছেন অনেকটা আগেই। সেখানে ওয়েব সিরিজ বা ছবির পোস্টার ফেস না হলেও, তাঁকে অত‍্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পার্শ্বচরিত্র করতে দেখা যাচ্ছে।

জিৎ-স্বস্তিকার দেখা! অনুরাগীদের প্রশ্ন, ‘কবে ছবি হবে একসঙ্গে’?

Follow Us

সোমবার শহরের একটা অ‍্যাওয়ার্ড শো-এ উপস্থিত ছিলেন নায়ক জিৎ এবং নায়িকা স্বস্তিকা মুখোপাধ‍্যায় দু’জনেই। তাঁদের দু’ জনকে কথা বলতে দেখা গেল। কী কথা হয়েছে, তা অবশ‍্য জানা যায়নি। কিন্তু দু’ জনকে একসঙ্গে দেখে অনুরাগীরা আপ্লুত। এক অনুরাগী লিখেছেন, ‘এক সময়ে জিৎ-স্বস্তিকার জুটি ছিল তাক লাগানো। তাঁরা কি একসঙ্গে আর কাজ করবেন না?’

লক্ষণীয়, জিৎ আর স্বস্তিকা এক সময়ে ব‍্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে ছিলেন। তাঁদের বিচ্ছেদ হয়ে যাওয়ার পর একসঙ্গে ছবি করতে দেখা যায়নি। কোনও অনুষ্ঠানে দু’ জনে মুখোমুখি হলে, অবশ‍্যই সৌজন‍্য বিনিময় করেন তাঁরা। স্বস্তিকা টলিউডের পাশাপাশি বলিউডে কাজ শুরু করেছেন অনেকটা আগেই। সেখানে ওয়েব সিরিজ বা ছবির পোস্টার ফেস না হলেও, তাঁকে অত‍্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পার্শ্বচরিত্র করতে দেখা যাচ্ছে।

অন‍্যদিকে নায়ক জিৎ একেবারে প্রধান মুখ হয়ে আসছেন ওয়েব সিরিজ ‘খাকি: দ‍্য বেঙ্গল চ‍্যাপ্টার’-এ। এই ওয়েব সিরিজ ঘিরে অনুরাগীদের মধ‍্যে উত্তেজনা তুঙ্গে। সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় আর জিৎকে একসঙ্গে দেখা যাবে। রয়েছেন পরমব্রত চট্টোপাধ‍্যায় আর শাশ্বত চট্টোপাধ‍্যায়। বাংলা ছবিতে নায়ক জিতের সঙ্গে নায়িকা কোয়েল মল্লিকের জুটি সবচেয়ে চর্চিত।তাঁরা দু’ জনে ব্লকবাস্টার কিছু ছবি করলেও, শেষ তিন বছরে একসঙ্গে কোনও কাজ করেননি। আবার স্বস্তিকার সঙ্গেও জিতকে বড়পর্দায় দেখা যায়নি বহু বছর। সেই কারণেই অনুরাগীরা সোশ‍্যাল মিডিয়াতে বিভিন্ন প্রশ্নে ভরিয়ে দিয়েছেন। প্রধানত কোয়েল এবং স্বস্তিকা, দু’ জনের সঙ্গেই জুটি বেঁধে নায়ককে বড়পর্দায় দেখার ইচ্ছা তাঁদের।