
নতুন বছর শুরু হওয়ার আগেই আগামী বিধানসভা নির্বাচনে কে-কে টলিপাড়া থেকে প্রার্থী হতে পারেন, তা নিয়ে চর্চা শুরু হয়েছে ইন্ডাস্ট্রির অন্দরে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র। পার্নো সবুজ শিবিরের হয়ে প্রার্থী হবেন কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে এই মুহূর্তে। পার্নো কি প্রার্থী হবেন? উত্তরে TV9 বাংলাকে অভিনেত্রী জানান, সেই সিদ্ধান্ত দল নেবে। দল যা করতে বলবেন এই ব্যাপারে, তিনি তাই করবেন।
এবার চর্চা অভিনেত্রী ঊষসী চক্রবর্তী লাল শিবিরের হয়ে প্রার্থী হওয়ার প্রস্তাব পেয়েছেন। দলের শীর্ষকর্তাদের তরফেই নাকি এই প্রস্তাব এসেছিল। যদিও অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, ”এই প্রস্তাব তিনি আগেও পেয়েছেন। তবে ভোটে লড়েননি। এবারও ভোটে লড়বেন না অভিনেত্রী। তবে লাল শিবিরের হয়ে প্রচারে ঊষসীকে পাওয়া যাবে। সেখানে অনেকটা সময় দেবেন অভিনেত্রী, তা আশা করা যায়।” ঊষসী এই ঘটনার সত্যতা নিয়ে TV9 বাংলার কাছে মন্তব্য করতে চাননি।
লক্ষণীয় বাংলা ধারাবাহিকের বেশ জনপ্রিয় মুখ ঊষসী। ‘শ্রীময়ী’ ধারাবাহিকে তিনি জুন আন্টি নামে একটা চরিত্র করেছিলেন। সেই চরিত্র দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। যে কারণে এখনও এই নামে তাঁকে ডাকেন অনুরাগীরা। এরপরও লীনা গঙ্গোপাধ্যায়-শৈবাল বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে তৈরি ধারাবাহিকে তাঁকে কাজ করতে দেখা গিয়েছে। তবে অন্যান্য কাজের কারণে অভিনেত্রী নিয়মিত ধারাবাহিকে অভিনয় করেন না। কিছু সময়ে তাঁকে ধারাবাহিক থেকে বিরতি নিতেও দেখা গিয়েছে। গতবার বিধানসভা নির্বাচনে বাম শিবিরের হয়ে প্রার্থী হয়েছিলেন অভিনেতা দেবদূত ঘোষ। ২০২৬-এ বাম শিবিরের হয়ে, কোনও অভিনেতা-অভিনেত্রী নির্বাচনে লড়বেন, সেই দিকে নজর থাকবে।