দিনের পর দিন ধর্ষণের অভিযোগ! এজাজ খানের বিরুদ্ধে থানায় গেলেন অভিনেত্রী
এমনিতেই বলিউড অভিনেতা এজাজ খানের রিয়ালিটি শো নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। আর এবার অভিনেতার নামে ধর্ষণের অভিযোগ আনলেন এক অভিনেত্রী।

একেই বলে বিপদের উপর বিপদ। এমনিতেই বলিউড অভিনেতা এজাজ খানের রিয়ালিটি শো নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। আর এবার অভিনেতার নামে ধর্ষণের অভিযোগ আনলেন এক অভিনেত্রী। অভিনেত্রীর অভিযোগ, সঞ্চালনার কাজ এবং বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছেন এজাজ।
অভিনেত্রী অভিযোগ করে জানিয়েছেন, গত ২৫ মার্চ এজাজ তাঁর বাড়িতে আসেন। সেদিন তাঁকে ধর্ষণ করে। কয়েকদিন পরও একই ঘটনা ঘটান এজাজ। অভিনেত্রী জানিয়েছেন, নির্যাতনের পরে প্রতিবারই বিয়ের প্রতিশ্রুতি দিতেন।
সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৬৪, ৬৪(২এম), ৬৯ এবং ৭৪-সহ ধর্ষণ সম্পর্কিত একাধিক ধারায় এজাজ খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
