মারধর, নির্যাতন!বিয়ে না করেই মা হওয়ার সিদ্ধান্ত, চিনতে পারছেন নায়িকাকে?

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Feb 03, 2025 | 12:07 PM

আরবসাগর পারে জমিয়ে নিজের পসার সাজিয়েছেন এই বঙ্গ কন্যে। ঝুলিতে হিট সিরিয়াল তো আছেই। সেই সঙ্গে জীবন জুড়ে বিতর্কও কম নেই। চিনতে পারছেন এই অভিনেত্রীকে। চাইনিজ হেয়ার কাট। চোখে কাজল, কপালে টিপ, পরনে গোলাপি-বেগুনি ফ্রক। ছবি দেখে বোঝাই যাচ্ছে ছোট থেকেই সে সাজুগুজু করতে বেশ ভালবাসে।

মারধর, নির্যাতন!বিয়ে না করেই মা হওয়ার সিদ্ধান্ত, চিনতে পারছেন নায়িকাকে?

Follow Us

আরবসাগর পারে জমিয়ে নিজের পসার সাজিয়েছেন এই বঙ্গ কন্যে। ঝুলিতে হিট সিরিয়াল তো আছেই। সেই সঙ্গে জীবন জুড়ে বিতর্কও কম নেই। চিনতে পারছেন এই অভিনেত্রীকে। চাইনিজ হেয়ার কাট। চোখে কাজল, কপালে টিপ, পরনে গোলাপি-বেগুনি ফ্রক। ছবি দেখে বোঝাই যাচ্ছে ছোট থেকেই সে সাজুগুজু করতে বেশ ভালবাসে। সুতরাং বড় হয়ে যে তিনি নায়িকা হতে পারেন সেই সম্ভাবনা অনেক আগে থেকেই ছিল। বিগ বসের ঘরেও তাঁর কার্যকলাপ আলোচনার সৃষ্টি করেছিল।

সারোগেসির মাধ্যমে সন্তান আনার কথা স্পষ্ট জানিয়েছিলেন তিনি। এবার কি বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? এই একরত্তি হলেন উত্তরণ খ্যাত অভিনেত্রী টিনা দত্ত। মুম্বইয়ে নিজের কেরিয়ার শুরুর আগে কলকাতাতেও বেশ কিছু কাজে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’ ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল। ২০০৯ থেকে ১০১৬ অবধি ছিলেন উত্তরণ সিরিয়ালে। এরপর ফিয়ার ফ্যাক্টর, বিগ বসের মতো শো-তেও অংশ নেন টিনা।

কেরিয়ারে সাফল্য পেলেও ব্যক্তিগত জীবনে অনেক টানাপড়েনের মধ্যে দিয়ে কাটতে হয়েছে নায়িকাকে। একবার এক সাক্ষাত্‍কারে তিনি বলেছিলেন, “আমি এক নন-ইন্ডাস্ট্রি লোকের সঙ্গে ৫ বছর ধরে সম্পর্কের মধ্যে ছিলাম। কমন ফ্রেন্ডদের মাধ্যমে আলাপ হয় আমাদের। সেই মানুষটি আমার উপর শারীরিক এবং মানসিক নিগ্রহ করত। তাই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসি।” টিনা চর্চায় আসেন, যখন তিনি তাঁর ডায়েন সিরিয়ালের সহ-অভিনেতা মোহিত মালহোত্রার বিরুদ্ধে তাকে অনুপযুক্তভাবে স্পর্শ করার অভিযোগ তোলেন। ২০১৯ সালে এই নিয়ে রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছিল হিন্দি সিরিয়াল পাড়া। যদিও পরে শোনা যায়, সমস্ত কিছু মিটমাট করে নিয়েছেন দুজনে। তবে মোহিত কখনোই টিনার তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ স্বীকার করেননি। অবশ্য, টিনাও এড়িয়ে চলেন গোটা ঘটনা। সেভাবে মুখ খোলেন না মিডিয়ায়। এই মুহূর্তে সে ভাবে কোনও প্রজেক্টে দেখা যাচ্ছে না টিনাকে।

Next Article