AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাশ্মীর উপত্যকায় জঙ্গি হামলায় মন খারাপ যশ-নুসরতের, কী বললেন তাঁরা?

নৃশংস জঙ্গি হামলা পহেলগাঁওয়ে। এই ঘটনায় শোকস্তব্ধ যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। কঠিন শাস্তি চাইছেন তাঁরাও। TV9 বাংলায় এসে বললেন...

কাশ্মীর উপত্যকায় জঙ্গি হামলায় মন খারাপ যশ-নুসরতের, কী বললেন তাঁরা?
| Edited By: | Updated on: Apr 26, 2025 | 9:34 AM
Share

টলিউডের রিয়েল লাইফ জুটি যশ দাশগুপ্ত-নুসরত জাহান আবার বড়পর্দায় ফিরেছে নতুন ছবি ‘আড়ি’ নিয়ে। এই ছবির প্রচারে TV9 বাংলার এসে নানান প্রসঙ্গে মুখ খোলেন জুটি। সম্প্রতি কাশ্মীর উপত্যকায় ঘটে যাওয়া জঙ্গি হামলার চরম নিন্দা করলেন যশ দাশগুপ্ত ।

প্রসঙ্গত,  ২২ এপ্রিল বুধবার নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ পর্যটক। পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকা এখন পর্যটকদের কাছে আতঙ্ক। ঘটনা সামনে আসার পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা জানাচ্ছেন সকলেই। সমাজের প্রতিটা ক্ষেত্রের মানুষ কড়া শাস্তির দাবি রাখছেন। সেই তালিকা থেকে বাদ পড়লেন না যশ-নুসরতও।

TV9 বাংলাকে নুসরত বলেন, “যে ঘটনা ঘটে গিয়েছে কাশ্মীরে, তা নিন্দনীয়। কোনও ধর্ম কখনও শেখায় না অন্য মানুষের ক্ষতি করতে। এরা নিজেদের ধর্ম সম্পর্কে অবগত নয়। নিজের ধর্মকে সঠিকভাবে জানাটা দরকার। ওদের আসলে অন্য উদ্দেশ্য রয়েছে, যেটাকে ইসলাম কোনওভাবে সমর্থন করে না। জঙ্গিদের উদ্দেশ্য– দেশের মানুষ একে অপরকে অবিশ্বাস করবে, ধর্মকে নিয়ে সবাই আলোচনা করবে। যে ঘটনা ঘটেছে, তাতে অবশ্যই সারা দেশের সঙ্গে আমাদেরও মন খারাপ। উচিত শাস্তি নিশ্চয়ই দেবে আমাদের সরকার।”

যশের কথায়, “আমাদের মন খারাপ, দেশকে অস্থির করার পরিকল্পনা ছিল জঙ্গিদের। আমরা সরকারি দফতরে নেই, আমরা কিছু করতে পারব না। তবে সাধারণ মানুষ হিসেবে বলতে পারি, উচিত শাস্তি হওয়া উচিত। ফাঁসি দিলে সবথেকে বেশি খুশি হব। তবে আমরা আবেগে কথাটা বললেও আইন নিশ্চয়ই নিজের পথে চলবে। আশা করব এমন শাস্তি হবে, যাতে জঙ্গিদের মনে ভয় তৈরি হয়।” যশ-নুসরত জানালেন, তাঁদের ছেলেকে তাঁরা জীবনের মূল্যবোধ শিখিয়ে বড় করছেন, যদিও ছেলে বয়সে এখন অনেকটাই ছোট ।