Yash Dasgupta Controversy: শিলাদিত্যের বিরুদ্ধে আইনি পথে হাঁটছেন যশ, টলিউড জুড়ে ধুন্ধুমার
Yash Dasgupta Controversy: এই চারটি বিষয় নিয়ে যশ আইনী পদক্ষেপ নিতে চলেছেন। এবার কী বলছেন পরিচালক?
যশ দাশগুপ্ত-এনা সাহা অভিনীত, শিলাদিত্য মৌলিক পরিচালিত “চিনা বাদাম’ মুক্তি পেয়েছে আজ শুক্রবার ১০ জুন। ছবি মুক্তির পাঁচ দিন আগে ছবির নায়ক যশ একটি বার্তা দেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তিনি জানান, “কিছু ক্রিয়েটিভ মতানৈক্য থাকার কারণে আমি আর ‘চিনে বাদাম’ ছবির সঙ্গে যুক্ত নই। প্রযোজক, পরিচালককে আমার শুভেচ্ছা”। এই খবর শুনে Tv9 বাংলার তরফ থেকে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যশের বিরুদ্ধে কিছু অভিযোগ আনেন। এবার পরিচালকের আনা ওই অভিয়োগ নিয়ে সরব হয়েছেন অভিনেতা। তিনি আবার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভুল। কী বলেছেন তিনি তাঁর পোস্টে? এক, ঝাঁ-চকচকে লোকেদের নেওয়া হয়নি বলে শুরু থেকেই অভিনেতার আপত্তি ছিল। দুই, ২০২২-এ দাঁড়িয়ে পিছনে ধোঁয়া উড়বে, শ্যাম্পু করা চুল উড়বে— এমন ছবি শিলাদিত্য বানাতে পারেন না, সেটাও যশ জানতেন। তবু তাঁর আপত্তি। তিন, নাচের দৃশ্যে কেন কালো ছেলে থাকবেন? এতেও যশের আপত্তি এবং প্রশ্ন। চার, ছবির সঙ্গে কোনও আত্মিক বন্ধন ছিল না অভিনেতার।
এই চারটি বিষয় নিয়ে যশ আইনি পদক্ষেপ নিতে চলেছেন। এবার কী বলছেন পরিচালক? শিলাদিত্যের মতে, তাঁর বিরুদ্ধে এগুলো ভুল ধারণা। তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে। পরিচালকের দাবি যশ প্রথম ক্রিয়েটিভ মতানৈক্যের কথা বলেছিল। তার পরিপ্রেক্ষিতে তিনি জানিয়েছিলেন, পিছনে ধোঁয়া উড়বে, শ্যাম্পু করা চুল উড়বে— এমন ছবি তিনি তৈরি করেন না। কাউকে অপমান করতে তিনি কিছু বলেনি। পরিচালকের দাবি যশ তাঁর বন্ধুর মতো। একসঙ্গে কত আড্ডা দিয়েছেন। তাই অপমান করার প্রশ্ন নয়। তিনি শুধু নিজের মতামতটা দিয়েছেন।