Jisshu-Nilanjanaa: যিশু-নীলাঞ্জনার ‘ডিভোর্স’ চর্চা তুঙ্গে! এরই মাঝে নতুন ব্যবসা খুলল তাঁদের ছোট মেয়ে জারা

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 15, 2024 | 5:46 PM

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত। গোটা টলিপাড়া সরগরম তারকা দম্পতির বিবাহবিচ্ছেদের বিতর্কে। আনুষ্ঠিক ভাবে নিজেদের বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ্যে ঘোষণা না করলেও ইন্ডাস্ট্রির অন্দরে বেশ অনেক দিন হল তাঁরা আর একসঙ্গে থাকছেন না। এই আলোচনার মাঝেই সুখবর শোনাল তারকা দম্পতির ছোট মেয়ে জারা সেনগুপ্ত। নতুন ব্যবসা খুলল সে।

Jisshu-Nilanjanaa: যিশু-নীলাঞ্জনার ডিভোর্স চর্চা তুঙ্গে! এরই মাঝে নতুন ব্যবসা খুলল তাঁদের ছোট মেয়ে জারা

Follow Us

তাঁদের নিয়ে জীবনে কোন বিতর্ক চলছে না। তারকাদের জীবনে প্রেম, বিয়ে, বিচ্ছেদের ঘটনা তো লেগেই রয়েছে। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত। গোটা টলিপাড়া সরগরম তারকা দম্পতির বিবাহবিচ্ছেদের বিতর্কে। আনুষ্ঠিক ভাবে নিজেদের বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ্যে ঘোষণা না করলেও ইন্ডাস্ট্রির অন্দরে বেশ অনেক দিন হল তাঁরা আর একসঙ্গে থাকছেন না। তবে এই পরিস্থিতিতে নীলাঞ্জনার ঢাল হয়ে দাঁড়িয়েছেন তাঁর দুই মেয়ে। সারা সেনগুপ্ত এবং জারা সেনগুপ্ত। বড় মেয়ে তো ইতিমধ্যেই স্কুল পাশ করেছেন।

 

একটু আধটু মডেলিং ও করছে সে। মা-মেয়ের জুটি মাঝে মধ্যেই ফ্রেমবন্দি হচ্ছে বিভিন্ন জায়গায়। সেনগুপ্ত পরিবারের উপর ঝড় কম যাচ্ছে না, এরই মাঝে এক সুখবর। নতুন ব্যবসা খুলল যিশু -নীলাঞ্জনার ছোট মেয়ে জারা। হ্যাঁ, শুনে একটু অবাক লাগলেও এটাই সত্যি। এটা ঠিক সারা এখনও স্কুলের গণ্ডিও পার করেনি। এর মাঝেই নতুন ব্যবসা। সাধারণত স্কুল পড়ুয়াদের মধ্যে এমন ব্যবসার কথা শোনা যায় না। তবে জারা নিজেই ব্যবসার প্রচার শুরু করল।

কী ব্যবসা খুলেছে জারা? ১৯ অগস্ট রাখী পূর্ণিমা। রাখী উপলক্ষে হাতের ব্যান্ড তৈরি করে বিক্রি করছে জারা।মাসি চন্দনা শর্মার সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেছিল জারা। মাসি-বোনঝি মিলে সকলকে রাখী বা ব্যান্ড কেনার কথা জানিয়েছেন। কেউ যদি জারার তৈরি রাখী কিনতে ইচ্ছুক হন তাহলে তার সঙ্গে যোগাযোগ করতে পারে। উল্লেখ্য,কয়েক দিন আগে সারার ব়্যাম্পে হাঁটার ছবি আর ভিডিয়ো ভাইরাল হয়। আর এ দিন আরও আবেগপ্রবণ হয়ে পড়েন মা নীলাঞ্জনা।

নীলাঞ্জনাকে প্রশ্ন করা হয়, ‘সারাকে নিয়ে কী স্বপ্ন দেখেন তিনি?” তাঁর সাফ জবাব, “আপাতত সারাকে নিয়ে আমার একটাই স্বপ্ন তা হল, সারার যাবতীয় স্বপ্ন যেন সত্যি হয়। ও যা ইচ্ছে তাই যেন পূরণ হয়।” মায়ের ইচ্ছের কথা শুনে আবেগে আপ্লুত সারাও। এর আগে সারার র‍্যাম্পওয়াকের সময় নিজেই পোস্ট করেছিলেন যিশু। গর্বিত বাবার মতো জানিয়েছিলেন, তিনি কতটা খুশি। তবে না, এবার দেখা যায়নি এমনটা। দূরত্ব যে বেড়েছে, সে আভাসই মিলছে বলে দাবি করেছেন নেটিজেনরা।

 

Next Article