‘সম্পর্কে ভাল যৌনতা, ব্যাঙ্ক ব্যালান্স…’, প্রেম নিয়ে এ কী বললেন জিনাত?
Zeenat Aman: এখন অনেকটাই নিজেকে সরিয়ে নিতে চান লাইম লাইট থেকে। সম্প্রতি নিজের ছবি তুলতে মানাও করতে দেখা যায় তাঁকে, সেই জিনাতই একটা সময় মন চুরি করেছিলেন হাজার হাজারের। এবার প্রেমদিবসে সম্পর্ক নিয়ে দিলেন মস্ত একটা টিপস।
জিনাত আমান, বলিউড যাঁর সৌন্দর্যের কদর বরাবরই। বয়সের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই পাল্টে গিয়েছে শরীরের গরণ, পাল্টে গিয়েছে লুক থেকে শুরু করে রূপ। মুখে বলিরেখা, শরীরের পরতে পরতে বার্ধক্য়ের ছাপ। যদিও গ্ল্যামারে সামান্য খামতি আসতে দেননি তিনি। বেড়েছে বয়স, চোখে মুখে এসেচে পরিবর্তন, একটা সময় যে নায়িকা ছিলেন হাজার হাজার ভক্তের মনের মানুষ, সেই জিনাত আমান কোথাও গিয়ে যেন এখন অনেকটাই নিজেকে সরিয়ে নিতে চান লাইম লাইট থেকে। সম্প্রতি নিজের ছবি তুলতে মানাও করতে দেখা যায় তাঁকে, সেই জিনাতই একটা সময় মন চুরি করেছিলেন হাজার হাজারের। এবার প্রেমদিবসে সম্পর্ক নিয়ে দিলেন মস্ত একটা টিপস।
যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই কী কী বিষয় মাথায় রাখা উচিত বলে তিনি মনে করেন, সেই বিষয় জানালেন বিস্তারিত। জিনাত এদিন সোশ্যাল মিডিয়ায় লিখলেন, অনেকেই হয়তো ভাবতে পারেন একা একটা মানুষ এই নিয়ে আর কী বললেন, তবে তিনি তাঁর ধারণাটুকু শেয়ার করতেই এলেন। তাঁর কথায় কোনও সম্পর্ক নিয়ে যদি পরিবারের আপত্তি থাকে, তা শক্ত হাতে লড়াই করা উচিত। যদি তেমনটা সম্ভবপর না হয়, তবে দেখতে হবে পরিবারের এই সম্পর্কের বিরুদ্ধে যাওয়ার কারণটা কী? যদি তার কারণ গভীর হয়ে থাকে, সেক্ষেত্রে সত্যি একবার ভেবে দেখা উচতি। সম্পর্কে একটা সময়ের পর ভাল যৌনতা, টচাকার কোনও মূল্য থাকে না। কারণ তখন একে অপরের সঙ্গটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
তিনি আরও বলেন যদি আপনার পার্টনার আপনাকে সম্পূর্ণ বলতে দিতে চান, তবে সে আপনাকে ভাল বাসে না, সে এই সম্পর্কটাকে কন্ট্রোল করতে বা নিয়ন্ত্রণ করতে চান। সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনাকে আর্থিকভাবে স্বচ্ছল হতে হবে। আর যে কোনও সম্পর্কই স্থায়ী হয়ে যায়, যখন আপনার খারাপ দিকটার সঙ্গেও আপনার পার্টনার মানিয়ে নেওয়া শুরু করে দেন।