Panchayat Elections 2023: বিজেপি-তৃণমূলের অস্ত্র কার্টুন প্রচার
করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা থেকে শুরু করে , আবদাল্লা মর্জিনা, কোথাও আবার গোপাল ভাঁড়, দেয়াল চিত্র এঁকে, ভোট প্রচারে শাসক দল তৃণমূল, শুধু তৃণমূলই নয় বিজেপিও হাতিয়ার করছে কাটুন চিত্র কে।
করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা থেকে শুরু করে , আবদাল্লা মর্জিনা, কোথাও আবার গোপাল ভাঁড়, দেয়াল চিত্র এঁকে, ভোট প্রচারে শাসক দল তৃণমূল, শুধু তৃণমূলই নয় বিজেপিও হাতিয়ার করছে কাটুন চিত্র কে। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার, চন্দ্রকোনার মহেশপুর, হাটপুকুর ও ঘাটালে এমনই কাটুন চিত্রের ছবি উঠে এল। চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের মহেশপুর এলাকায়, তৃণমূলের পক্ষ থেকে ফুটিয়ে তোলা হয়েছে, করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, সহ বিজেপিকে ব্যঙ্গ করে একাধিক ছবি, চন্দ্রকোনা হাটপুকুরে আঁকা হয়েছে, রাজ্যের উন্নয়নের একাধিক ছবি, ঘাটালে বিজেপির পক্ষ থেকে আঁকা হয়েছে গোপাল ভাঁড়। ভোটের ফলাফল যাই হোক না কেন, এই কাটুন চিত্র নজর কাড়ছে এলাকার মানুষের। যদি কার্টুন চিত্র কে তীব্রভাবে কটাক্ষ করেছে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুদীপ কুশারী।