Cigarette: ১০ বছর ধরে রোজ ১৫-২০টা সিগারেট খাচ্ছেন? আপনার ভবিষ্যৎ শুনলে আঁতকে উঠতে পারেন

আজকাল অনেক কম বয়সেই ছেলে-মেয়েরা সিগারেটের প্রতি আসক্ত হয়ে পড়ছে। কোনও ব্যক্তি যদি ১০ বছর ধরে প্রতিদিন ১৫-২০টা সিগারেট খেয়েছেন, তাঁর ফুসফুস ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেই ব্যক্তির ভবিষ্যৎ কী? জেনে নিন এক্ষেত্রে যা বলছেন চিকিৎসক।

Cigarette: ১০ বছর ধরে রোজ ১৫-২০টা সিগারেট খাচ্ছেন? আপনার ভবিষ্যৎ শুনলে আঁতকে উঠতে পারেন
Cigarette: ১০ বছর ধরে রোজ ১৫-২০টা সিগারেট খাচ্ছেন? আপনার ভবিষ্যৎ শুনলে আঁতকে উঠতে পারেনImage Credit source: Getty Images

Dec 20, 2024 | 8:42 PM

এ যে সেই সুখটান… একটা ছোট্ট বস্তু অনেককে দেয় বিরাট সুখ। অনেকের নিয়মিত ধূমপানের অভ্যাস রয়েছে। ধূমপান এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তা বেশি হোক বা কম। যখন কোনও ব্যক্তি মাত্রাতিরিক্ত ধূমপান করেন, তাঁর শরীরে রোগের প্রকোপ বাড়ে। আজকাল অনেক কম বয়সেই ছেলে-মেয়েরা সিগারেটের প্রতি আসক্ত হয়ে পড়ছে। কোনও ব্যক্তি যদি ১০ বছর ধরে প্রতিদিন ১৫-২০টা সিগারেট (Cigarette) খেয়েছেন, তাঁর ফুসফুস ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেই ব্যক্তির ভবিষ্যৎ কী? জেনে নিন এক্ষেত্রে যা বলছেন চিকিৎসক।

TV9 Bangla-র হেলথ প্লাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট পালমোনোলজিস্ট ডক্টর সুজন বর্ধন। তিনি বলেন, ‘ফুসফুসে যে কোনও অসুখ হয় শ্বাসনালির হাইপার রিঅ্যাকশনের জন্য। অনেকের বুকে বেশি কফ হচ্ছে, বা তা শক্ত হয়ে যাচ্ছে। এর জন্য বায়ুদূষণ আর ধূমপান দায়ী। যদি কোনও ব্যক্তি ১০ বছর ধরে প্রতিদিন ১৫-২০টা সিগারেট খাচ্ছেন, তাঁর ক্রনিক লাং ডিজিস হতে পারে, সেটা ক্যানসারও হতে পারে।’

পালমোনোলজিস্ট ডক্টর সুজন বর্ধন একইসঙ্গে বলেছেন, ‘ক্যানসার অবশ্য দিনে ৫,৬টা সিগারেট খেলেও হতে পারে। ব্রংকাইটিস রয়েছে যাঁদের, সেই সব ব্যক্তিদের সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া উচিত।’ সিগারেট শুধু ফুসফুসেরই ক্ষতি করে তেমনটা নয়। অতিরিক্ত সিগারেট খেলে ফুসফুস, হার্ট ও মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হয়। ফুসফুসের বেশি ক্ষতি করে সিগারেট। একইসঙ্গে কিডনির নানা সমস্যাও দেখা দেয়। যে সকল ব্যক্তিদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাঁদেরও সিগারেট থাওয়া উচিত নয়।

দীর্ঘদিন ধরে যাঁরা ধূমপান করছেন, তাঁরা মনে করেন তাঁদের পক্ষে সিগারেট ছাড়া সম্ভব নয়। এমনটা কিন্তু নয়, বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।